দুর্গাপূজা উপলক্ষে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টানা ছয়দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ সময় তামাবিলের ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
সোমবার (৭ অক্টোবর) তামাবিল স্থলবন্দর ও পণ্য রপ্তানিকারকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানা গেছে।
তবে প্রাথমিকভাবে ছয়দিন বন্ধ থাকার কথা থাকলেও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি বলে জানিয়েছেন তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মো. আমিনুল হক।
আরও পড়ুন: দুর্গাপূজায় ৬ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর
তিনি জানান, দুর্গাপূজার জন্য ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থলবন্দরে ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রাখবে। পূজার পর্ব শেষে ১৫ অক্টোবর থেকে আবারও বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে।
তামাবিল স্থলবন্দর বন্ধের ব্যাপারে মঙ্গলবার ঘোষণা দেওয়া হবে। এ সময় শুধু যাত্রী আসা-যাওয়া চালু থাকবে। পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
আরও পড়ুন: বেনাপোল স্থলবন্দর দিয়ে ২৩১৮৪০ ডিম আমদানি