গত ২৪ ঘণ্টায় আবারও ফরিদপুরে পদ্মায় পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তা বিপদ সীমার ১০৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন নতুন এলাকায় পানি ঢুকে পড়েছে।
জেলার ১১ সরকারি আশ্রয়কেন্দ্রে সাত হাজার মানুষ তাদের গৃহপালিত পশু-পাখি নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এছাড়াও প্লাবিত এলাকায় বিভিন্ন উঁচু সড়ক ও বেড়িবাঁধে আরও কয়েক হাজার পরিবার আশ্রয় নিয়েছে।
শুক্রবার সকালে ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের কাদেরিবাজারে বেড়িবাঁধে আশ্রয় নেয়া পানিবন্দী এক হাজার মানুষদের মধ্যে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের কর্মকর্তা আলী আজগর মানিক বলেন, ‘আওয়ামী লীগ নেতা শামিম হকের প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের আয়োজনে আমরা এক হাজার পরিবারকে চাল, ডাল, তেল, আলু ও লবণ দিয়েছি। আমাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে।’
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, ‘গত বুধ ও বৃহস্পতিবার পদ্মার পানি একটু কমলেও শুক্রবার তা আবার বেড়েছে। বর্তমানে পদ্মার পানি বিপদ সীমার ১০৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।’