নওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে ভাই-বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ এপ্রিল) ভোরে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রামে থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— ওই উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে নূর মোহাম্মদ (৫৫) ও মেয়ে রেজিয়া বেগম (৫৮)।
আরও পড়ুন: নলছিটিতে একই গাছ থেকে ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার
স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে দুই ভাই-বোন বসবাস করত। হঠাৎ রবিবার রাতে বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে সোমবার ভোরে পুলিশ গিয়ে বাড়ির ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করে। কয়েকদিন আগে তাদের মৃত্যু হওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছিল বলে ধারণা করছেন স্থানীয়রা।
পোরশা থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ময়নাতদেন্তর রিপোর্ট হাতে পেলে তাদের মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে পোরশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’