নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার ঘটনায় আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার নুর নবী (৪৫) নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের গোবরা গ্রামের মৃত ফয়েজ চৌকিদারের ছেলে।
নড়াইল জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় জানান, রবিবার রাত সাড়ে ১১টার দিকে যশোরের মনিহার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ঘটনায় এই পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: আ’লীগ নেতাকে অব্যাহতি
এদিকে মির্জাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ মোরছালিন মামলার বাদী হওয়ায় তাকে নড়াইল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
এর আগে ফোন মেকানিক শাওন, অটোরিকশা চালক রিমন, মাদরাসা শিক্ষক মনিরুল ইসলাম ও রহমত উল্লাহ রনিকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে গ্রেপ্তার হওয়া চার আসামিকে রবিবার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আরও পড়ুন: শিক্ষক লাঞ্ছিত: নড়াইল থানার ওসি প্রত্যাহার
পুলিশ ও কলেজ সূত্রে জানা গেছে, মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র রাহুল দেব রায় নিজের ফেসবুক আইডিতে নূপুর শর্মার ছবি ব্যবহার করে লেখেন-প্রণাম নিও বস ‘নূপুর শর্মা’ জয় শ্রীরাম। এ পোস্ট দেয়ার পর গত ১৮ জুন সকালে কলেজে আসলে তার বন্ধুরা পোস্টটি মুছে ফেলতে বললে রাহুল তা করেনি।
শিক্ষার্থীরা বিষয়টি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জানান। এক পর্যায়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজের সব শিক্ষকদের পরামর্শে রাহুলকে পুলিশের হাতে তুলে দেয়ার চেষ্টা করেন। এরই মধ্যে শিক্ষার্থীসহ স্থানীয়রা বিক্ষুদ্ধ হয়ে ওঠেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জসহ কয়েক রাউন্ড টিয়ারশেল ছোঁড়ে।
এ ঘটনায় অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ার অভিযোগ এনে বিক্ষুদ্ধ জনতা ১৮ জুন বিকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস এবং শিক্ষার্থী রাহুল দেব রায়কে গলায় জুতার মালা পরিয়ে প্রতিবাদ জানান।
আরও পড়ুন: নড়াইলে শিক্ষক হেনস্থা ঠেকাতে প্রশাসন ব্যর্থ হয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী