ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সেপটিক ট্যাংকে সেন্টারিংয়ের কাজে নেমে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার বিকাল ৪টার দিকে থানার খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার বক্সনগর ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের বাসিন্দা মোক্তার হোসের ছেলে লুৎফর রহমান (৩৫) ও বালুরচর গ্রামের সঞ্জিত দাসের ছেলে সঞ্জয় দাস (২১)।
আরও পড়ুন: কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিন্টু লস্কর জানান, কয়েকদিন আগে ওই এলাকায় একটি বাড়িতে বড় একটি নতুন সেপটিক ট্যাংক নির্মাণ কাজ চলমান ছিল। সোমবার বিকালে ওই ট্যাংকিতে মই দিয়ে নেমে সেন্টারিংয়ের কাজ করতে নামে ওই দুই শ্রমিক। এসময় বিষক্রিয়ায় দুই শ্রমিক অসুস্থ হয়ে আর উঠতে পারেনি। তাদের উঠতে বিলম্ব হওয়ায় অন্যান্য শ্রমিক ও স্থানীয়রা ট্যাংকি থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে বিকাল ৫টায় উপজেলা স্বাস্থ্য কনপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এ ঘটনায় নবাবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।