শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে পটিয়া উপজেলার আশাই ইউনিয়নের একটি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সোলাইমান চৌধুরীর ছেলে মো. নাজিম (২৪) এবং আব্দুল আলীমের ছেলে মো. তারেক (২০)।
তারা উপজেলার আশাই ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় রাজমিস্ত্রি।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় চাচাতো ভাইয়ের কোপে বাবা-ছেলের মৃত্যু
স্থানীয়রা জানিয়েছেন, সকাল ৯টার দিকে ইউনিয়নের দক্ষিণ আশিয়া এলাকার ডিলার আহমেদের বাড়িতে দীর্ঘক্ষণ পরিত্যক্ত অবস্থায় ট্যাংকটি পরিষ্কার করতে তারা দুজনে নেমেছিলেন।
দীর্ঘক্ষণ ট্যাংকের ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন এবং তারা লাশগুলো উদ্ধার করেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
১৫১ দিন আগে
লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম (৩৪) নামে এক ওয়েলল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) বিকালে উপজেলা মিলন বাজারে একটি ওয়ার্কশপের দোকানে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
মৃত শ্রমিক শহিদুল ইসলাম নীলফামারী জেলার ডিমলা উপজেলার শটিবাড়ী এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার মিলন বাজারে ওয়ার্কশপের দোকানে ওয়েল্ডিং মিস্ত্রির কাজ করছিলেন শহিদুল ইসলাম। এ সময় দোকানে থাকা বিদ্যুত লাইনের লিকেজ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শহিদুল ইসলাম। পরে পাশের লোকজন এসে তার লাশ উদ্ধার করে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২৬৪ দিন আগে
লালমনিরহাটে গোডাউনের দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
লালমনিরহাটে গোডাউনে দেয়াল ভেঙে মাথায় পড়ে লোড ও আনলোড শ্রমিক আব্দুল হামিদের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) রাতে পাটগ্রাম উপজেলায় জগতবের ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত আব্দুল হামিদ পাটগ্রাম পৌর শহরের কালিরথান চাত্রারপাড় এলাকার মৃত এন্তাজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, ঘটনার রাতে কিছু শ্রমিক গোডাউনের ভেতরে ভুট্টার বস্তা লোড ও আনলোড করার সময় হঠাৎ গোডাউনের একটি দেয়াল বিকট শব্দে ভেঙে পড়ে। পাশেই থাকা কয়েকজন শ্রমিক দৌড়ে প্রাণ বাঁচালেও, আব্দুল হামিদ দেয়ালের কাছাকাছি থাকায় তার কিছু করার সুযোগ ছিল না। শেষ পর্যন্ত দেয়ালটি তার ওপরে পড়ে ও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: কুয়াকাটা নির্মানাধীন দোকানের দেয়াল ধসে ২ শ্রমিক নিহত
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
৩৯১ দিন আগে
সিলেটে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
সিলেটের জৈন্তাপুর গাছ কাটার সময় পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলায় দরবস্ত রনিফৌদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলি আহমেদ উপজেলার বালিদারা গ্রামের মকবুল আলির ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শ্রমিক দরবস্ত রনিফৌদ গ্রামের আল আমিন নামে এক ব্যক্তির বাড়িতে গাছকাটার কাজ করছিলেন। বিকাল ৩টার দিকে গাছের উপরে থাকা অবস্থায় প্রচণ্ড পেটে ব্যাথা শুরু হলে দ্রুত গাছ থেকে নামার চেষ্টা করেন। এ সময় গাছ থেকে মাটিতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হিল্লোল সাহা বলেন, ‘হাসপাতালে আনার সময় পথেই তার মৃত্যু হয়েছে। গাছ থেকে পড়ে তার চোখে ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ‘এ ঘটনায় বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
৩৯৬ দিন আগে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
আশুলিয়ায় বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কাউসার হোসেন নামে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে আরও দুইজন শ্রমিক।
সোমবার (৩০ সেপ্টেম্বর) আশুলিয়ার টঙ্গীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
কাউসার হোসেন টঙ্গিবাড়ির ম্যাংগো টেক্স লিমিটেডের সুইং অপারেটর এবং গুলিবিদ্ধ শ্রমিক রাসেল মিয়া ও নয়ন অন্য পোশাক কারখানার শ্রমিক।
আরও পড়ুন: আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকেদর সংঘর্ষে নারী শ্রমিক নিহত
শ্রমিকরা জানায়, সকাল থেকে ম্যাংগো টেক্স লিমিটেডসহ কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ করে। দুপুরে কাউসার, রাসেল ও নয়ন গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের ডিউটি ম্যানেজার এনামুল বলেন, গুলিবিদ্ধ হয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আহত দুই জন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম ব্যস্ত আছেন জানিয়ে পরে যোগাযোগ করতে বলেন।
পরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, সোমবার সকাল থেকে শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। বিকেলের দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে যায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছুড়লে তিন শ্রমিক আহত হয়।
এদিকে বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইলে সড়ক অবরোধ করে রাখে বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা। এ ঘটনায় মহাসড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আরও পড়ুন: শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় ২১৯ কারখানা বন্ধ
নিরাপত্তার আশ্বাসের পরও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ, ২২টি তৈরি পোশাক কারখানা বন্ধ
৪৮১ দিন আগে
খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু
খুলনায় নির্মাণাধীন দশতলা ভবনের ৫ম তলায় কাজ করার সময় মাচা থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে নগরীর বয়রা সরকারি মহিলা কলেজের সামনে কর কমিশনারের কার্যালয় ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাব্বি (২৭), আশরাফুল (৩০) ও মামুন (২৫)।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে সোনাডাঙ্গা থানাধীন বয়রা এলাকায় কর কমিশনারের কার্যালয়ের নির্মাণাধীন ভবনে একটি মাচায় ৮ জন শ্রমিক কাজ করছিলেন। এরমধ্যে তিনজন পা পিছলে পড়ে যান। বাকিরা কোনো রকমে মাচা ধরে উপরে উঠতে সক্ষম হন।
আরও পড়ুন: সীতাকুণ্ডে বিস্ফোরণে আহত আরও এক শ্রমিকের মৃত্যু
তারা আরও জানায়, নিচে পড়ে যাওয়া রাব্বি, মামুন ও আশরাফুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।
লাশগুলো খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে রয়েছে।
সোনাডাঙা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ তিনটি খুমেক হাসপাতালে রয়েছে।
আরও পড়ুন: ভারতে ওষুধ কারখানায় বিস্ফোরণে ১৫ শ্রমিকের মৃত্যু
৫০১ দিন আগে
হবিগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যুর অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল ও বিক্ষোভ চলাকালে হবিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার বিকেলে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষ চলাকালে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: হবিগঞ্জে ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
নিহত শ্রমিকের নাম মোস্তাক মিয়া (২৮)। সিলেটে টুকের বাজার এলাকায় তার বাড়ি। তিনি হবিগঞ্জে পিডিবির ঠিকাদারের অধীন শ্রমিক হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে শিক্ষার্থীরা গণমিছিল শুরু করলে সিনেমা হল এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষের মধ্যেই গুলিবিদ্ধ হন মোস্তাক মিয়া। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পরপরই তার মৃত্যু হয়।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোমিন উদ্দিন চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত বলতে রাজি হননি তিনি।
আরও পড়ুন: হবিগঞ্জে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে আহত ৫০, আ. লীগ কার্যালয়ে আগুন
রাজধানীতে গণমিছিল, সংঘর্ষের খবর পাওয়া গেছে
৫৪০ দিন আগে
জাফলংয়ে প্রতিপক্ষের আঘাতে শ্রমিকের মৃত্যু
সিলেটের গোয়াইনঘাটে কথা কাটাকাটি জেরে হোসেন মিয়ার ঘুষিতে পানিতে পড়ে আব্দুর নূর নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গছে। এ ঘটনায় হোসেন মিয়াকে আটক করেছে পুলিশ।
সোমবার (৮ জুলাই) ভোরে উপজেলা জাফলংয়ের নয়াবস্তি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর নূর ওই উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের নয়াবস্তি গ্রামের করিম হোসেনের ছেলে।
অভিযুক্ত হোসেন মিয়া উপজেলার জাফলং ইউনিয়নের বাউরভাগ হাওর গ্রামের রুস্তম খার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় জাফলং নদীতে নৌকা নিয়ে বালু উত্তোলনের কাজে যায় শ্রমিকরা। নৌকা রাখাকে কেন্দ্র করে আব্দুর নূর ও হোসেনের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারি হয়। একপর্যায়ে হোসেনের ঘুষিতে আব্দুর নূর পাশে থাকা নৌকায় লেগে মাথায় আঘাত পেয়ে নদীতে পড়ে যায়। স্থানীয়রা প্রায় ৪০ মিনিট খোঁজাখুঁজি করে নদী থেকে আব্দুর নূরকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে এ ঘটনায় স্থানীয়রা হোসেন মিয়াকে আটক করে পুলিশ দেয়। তবে কী বিষয় নিয়ে তাদের মধ্যে মারামারি হয়েছে, তা এখনও সঠিকভাবে জানা যায়নি।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘এই ঘটনায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িত একজনকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থারে প্রস্তুতি চলছে।’
৫৬৫ দিন আগে
সিরাজগঞ্জে ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
সিরাজগঞ্জ পৌর এলাকায় আটতলা ভবনের ছাদ থেকে পড়ে মোহাম্মদ সাব্বির নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ মে) সন্ধ্যায় পৌর এলাকার ভাঙাবাড়ি মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির সদর উপজেলার বেড়াবাড়ি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, সিরাজগঞ্জ পৌর এলাকার ভাঙ্গাবাড়ি মহল্লায় প্রকৌশলী নুরনবী ও সুলতান মাহমুদের আটতলা ভবনের চিলেকোঠায় রবিবার সকাল থেকে সাব্বির কাজ করছিলেন। কাজ শেষে সন্ধ্যায় পলিথিন দিয়ে সারাদিনের কাজের অংশ বৃষ্টি থেকে নিরাপদ রাখতে ঢেকে দিতে গিয়ে ঝড়ো বাতাসে পলিথিনসহ পাশের দোতলার ছাদে পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে তাকে উদ্ধার করে আশঙ্কজনক অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। রাতে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান ওসি।
৬০৭ দিন আগে
নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন ভবনের তৃতীয় তলার ছাদ থেকে পড়ে মো. ইসমাইল (৫৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ মে) দুপুর ১২টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুরস্থ শারজাহান রোলিং মিলস খাঁ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিক মো. ইসমাইল নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রফিকপুরের মুসলিম মিয়ার ছেলে।
আরও পড়ুন: দৌলতদিয়ায় নদীতে পড়ে পরিবহন শ্রমিকের মৃত্যু
জানা যায়, নির্মাণাধীন তৃতীয় তলা ভবনটি শিক্ষক বারী বাহাদুর আলী আখনের। গতকাল বুধবার দুপুরে কাজ করার সময় ভবনটির তৃতীয় তলার ছাদ থেকে পড়ে যান তিনি। সে সময় অপর নির্মাণ শ্রমিকরা তাকে দ্রুত শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, সংবাদ পেয় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু
৬১৮ দিন আগে