নরসিংদীর শিবপুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) বিকালে উপজেলার চক্রধা ইউনিয়নের লেবুরটেক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আনুমানিক ৩৫ বছর বয়সি এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করলেও তার পরিচয় শনাক্ত করতে পারেনি।
আরও পড়ুন: ফেনীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি বলেও জানান ওসি আফজাল হোসাইন।