নাটোরের লালপুরে পদ্মা নদীতে নৌকা ডুবে জহুরুল ইসলাম নামে এক মৎসজীবী নিখোঁজ হয়েছেন।
রবিবার (১ জুন) সন্ধ্যায় পদ্মা নদীর প্রায় তিন কিলোমিটার গভীর এলাকায় এই ঘটনা ঘটে।
নিখোঁজ জহুরুল (৪৫) লালপুর উপজেলার লক্ষিপুর এলাকার হযরত আলীর ছেলে।
আরও পড়ুন: খাগড়াছড়িতে পাহার ধসের ঝুঁকি এড়াতে ১২৪টি আশ্রয় কেন্দ্র চালু
স্থানীয়রা জানান, জহুরুল পদ্মা নদীর প্রায় তিন কিলোমিটার গভীর থেকে মাছ ধরে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে ডুবে যান। এসময় নৌকাটিতে থাকা অন্য আটজন জেলে সাঁতরে নদীর চরে উঠতে সক্ষম হলেও জহুরুল পানির স্রোতে ভেসে যান।
ঘটনার সময় অন্ধকার ও বৈরী আবহাওয়া থাকায় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে কোনো উদ্ধার তৎপরতা চালাতে পারেননি বলে জানান।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান জানান, আজ (সোমবার) সকালে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করার কথা রয়েছে।