নাটোরে পৃথক স্থান থেকে শিশুসহ ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার গুরুদাসপুর ও সদর উপজেলা থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়।
নিহতদের একজন গুরুদাসপুর পৌর এলাকার খামার নাচকৈড় এলাকার কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী ওবায়দুল্লাহ। অপরজন সদর উপজেলার হালসা এলাকার বাসিন্দা সিরাজ উদ্দিন।
আরও পড়ুন: নাটোরে স্কুলছাত্রকে ডেকে নিয়ে খুন, আটক ৪
পুলিশ জানায়, শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পেছনের একটি পুকুরে ওবায়দুল্লাহর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন বলেন, শিশুটি খেলার এক পর্যায়ে পুকুরে পড়ে তলিয়ে যায়।
অপরদিকে, সদর উপজেলার হালসা এলাকার একটি নির্জন কক্ষ থেকে সিরাজ উদ্দিন নামে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, নির্জন কক্ষে একাকী বসবাস করতেন সিরাজ উদ্দিন। সকালে ওই ঘর থেকে দুর্গন্ধ আসতে থাকায় স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, তার স্বাভাবিক মৃত্যু হয়ে থাকতে পারে। কেউ খোঁজ না রাখায় সেখানেই মরে লাশে পচন ধরে যায়।
আরও পড়ুন: নাটোরের বনপাড়া বাসস্ট্যান্ড থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার