নাটোর, ০৫ জুলাই (ইউএনবি)- শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগে নাটোরের সিংড়ায় লোকমান আলী (৭০) নামে এক বৃদ্ধকে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, উপজেলার সোনাপুর গ্রামের চা দোকানির শিশু কন্যা ও দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে পাশের একটি ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে যায় ৭০ বছরের বৃদ্ধ লোকমান। সেখানে যৌন নির্যাতন করলে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে বৃদ্ধকে মারধর করে। পরে তাকে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
এ ঘটনায় লোকমান আলীর বিরুদ্ধে শুক্রবার যৌন নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে।