নাটোর, ২৫ অক্টোবর (ইউএনবি)- ইলিশের প্রজনন মৌসুমে মাছ শিকারে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করায় নাটোরে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জালসহ ৭০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুরে শহরের তেবাড়িয়া হাটে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওনের নেতৃত্বে মৎস্য বিভাগ এ অভিযান পরিচালনা করে। এ সময় ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং গোপনে প্যাকেটজাত ইলিশ বিক্রির সময় ৭০ কেজি ইলিশ জব্দ করা হয়।
পরে আদালত ইলিশ বিক্রির অভিযোগে মাছ ব্যবসায়ী রুস্তম আলীকে ৫ হাজার টাকা জরিমানা, কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস এবং ইলিশগুলো এতিমখানায় বিতরণ করে।
মা ইলিশের প্রজনন নিরাপদ করার লক্ষ্যে গত ১৪ অক্টোবর মধ্যরাত থেকে টানা ২২ দিন দেশে সাগর ও নদীতে ইলিশ ধরা বন্ধ থাকবে। নিষেধাজ্ঞার এ সময় ইলিশ শিকার, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ।
নাটোরে নিষেধাজ্ঞা কার্যকর করতে কঠোর নজরদারিতে রয়েছে প্রশাসন।