নিখোঁজের দুদিন পর বৈষম্যবিরোধী আন্দোলনের জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক সজীব হোসেনেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় সদর চুড়ামনকাঠির আব্দুলপুর গ্রামের নাজমুল ইসলাম রকির বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।
এর আগে নিখোঁজের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজেদ হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।
সজীব ইলেকট্রিকেল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও রাজশাহীর পুটিয়ার বেলপুকুর-জামিরা গ্রামের বাসিন্দা।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি রাত ৮টার দিকে সজীব খাবারের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে বের হন।
কিছুক্ষণ পর তার এক বন্ধু জানান সজীবকে অজ্ঞাতনামা ৪-৫ জন অপহরণ করে আটকে রেখেছে বলে সংবাদ পান। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আমজাদ হোসেন ও সাধারণ শিক্ষার্থীদের জানানো হয়।
সংবাদ পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সাধারণ শিক্ষার্থীরা বুধবার সকালে যশোর কোতোয়ালি মডেল থানায় ৭৫৯ নম্বর সাধারণ ডায়েরি করেন।
আরও পড়ুন: নিখোঁজের পাঁচ দিন পর অ্যাম্বুলেন্স চালকের গলাকাটা লাশ উদ্ধার
যশোর কোতোয়ালি থানার ডিউটি অফিসার শারমিন আক্তার জানিয়েছেন, ডিবির একটি টিম দ্রুত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেন।