নিখোঁজ
অজু করতে গিয়ে লঞ্চ থেকে নদীতে পড়ে যাত্রী নিখোঁজ
ফজরের নামাজের জন্য লঞ্চের পেছনের দিকে ওজু করতে গিয়ে নদীতে পড়ে গিয়ে এক যাত্রী নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (১০ মার্চ) ভোর ৫টার দিকে ঢাকা থেকে পটুয়াখালীর রাঙ্গাবালীর কোড়ালীয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চ পূবালী-৫ দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বীজ ভান্ডার-সংলগ্ন তেঁতুলিয়া নদী অতিক্রমকালে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: শরীয়তপুরে ব্রিজের সঙ্গে লঞ্চের ধাক্কায় নিহত ৩
নিখোঁজ সাইফুল বিশ্বাস (২৬) রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামের হানিফ বিশ্বাসের ছেলে।
এদিকে নিখোঁজের ৬ ঘন্টায়ও সন্ধান না মেলায় স্বজনদের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা বাড়ছে।
নিখোঁজ সাইফুলের বড় ভাই বাদশা বিশ্বাস জানান, আমরা তরমুজ বিক্রি করে ঢাকা থেকে লঞ্চে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে অজু করতে গিয়ে লঞ্চের পেছন দিয়ে পা পিছলে পড়ে যায়। ঘটনার ৬ ঘন্টা পার হলেও এখনও তার কোন খোঁজ মেলেনি। বাড়ির সবাই খুব কান্নাকাটি করছে। প্রশাসনের কাছে উদ্ধার অভিযান জোরদার করার জন্য জোর দাবি জানাচ্ছি।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, রাঙ্গাবালীর নিখোঁজ যাত্রীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল কাজ করছে। এছাড়া এ বিষয়ে দশমিনা থানা পুলিশের সঙ্গে তাদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুন: ফতুল্লা লঞ্চঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারের চালক নিহত
চাঁদপুরে লঞ্চে ছুরিকাঘাতে যাত্রী নিহত, আটক ৮
পাবনায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
পাবনার ঈশ্বরদীর একটি পুকুর থেকে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে শহরের পিয়ারপুরের পশ্চিমপাড়া এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
সুমন আলী (৩০) উপজেলার সাড়া পাথর পাড়ার ঈমান আলী শেখের ছেলে। ৫ দিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না।
পুলিশের দেয়া তথ্যে জানা যায়, বুধবার দুপুরে পশ্চিম পাড়া এলাকায় আস্তুল মোল্লার পুকুরে সুমন আলীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সুমন মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্যে লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: উল্লাপাড়ায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
নাটোরে বিল থেকে হ্যান্ডকাপ লাগানো যুবকের লাশ উদ্ধার
আশুলিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
নিখোঁজ ডায়েরি করতে এসে থানায় মিলল স্ত্রীর লাশ
চাঁদপুর সদর উপজেলার দোকানঘর পশ্চিম রামদাসদী গ্রামের বাসিন্দা কালু বেপারী স্ত্রী নিখোঁজ হয়েছেন মর্মে সাধারণ ডায়েরি করতে এসেছিলেন সদর মডেল থানায়। কিন্তু তার আর সাধারণ ডায়েরি করার প্রয়োজন হয়নি।
পুলিশের সঙ্গে কথা বলে থানায় মিললো স্ত্রী তৈয়মুন্নেছার (৬০) লাশ।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কালু বেপারী থানায় আসেন। পুলিশ তার স্ত্রী বর্ণনা শুনে লাশ দেখতে বলেন। লাশ দেখে তিনি শনাক্ত করেন স্ত্রীকে।
আরও পড়ুন: দিনাজপুরে জমি থেকে কৃষকের লাশ উদ্ধার
চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কবির জানান, বৃহস্পতিবার দুপুরে কাউকে কিছু না বলে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান এবং নিখোঁজ হন। কোথায়ও পাওয়া যায় নি। শুক্রবার সকালে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন থেকে স্থানীয়দের ফোন আসে একজন নারীর লাশ পড়ে আছে।
পরে ঘটনাস্থল ধনপর্দি গ্রাম থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
স্বামী কালু বেপারী জানান, তার স্ত্রীর কিছুটা মানসিক রোগ আছে। একই সঙ্গে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত। প্রায় সময় তিনি পরিবারের সদস্যদের না জানিয়ে ভিক্ষাবৃত্তি করার জন্য বেরিয়ে যেতেন।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে কাউকে না বলে তার স্ত্রী বাড়ি থেকে বের হয়ে যান। রাতে আর ফিরে না আসায় এবং বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করতে সকালে থানায় এসে দেখেন স্ত্রীর লাশ।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, লাশ উদ্ধার হওয়া নারীর পরিবারের কোন অভিযোগ নেই। তারা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করায় আইনী প্রক্রিয়া শেষে শুক্রবার বিকালে লাশ হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: তামাবিলে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
খুলনায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের পাঁচদিন পর পুকুর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের অক্ট্রয় মোড় এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত আফজাল হোসেন (৬২) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বটতলাহাট এলাকার বাসিন্দা ও বটতলাহাটের ইয়াসিন আলীর ছেলে।
পরিবারের বরাত দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান জানান, গত
পাঁচদিন ধরে নিখোঁজ ছিল আফজাল হোসেন। পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য লাশটি চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয় বলেও জানান ওসি।
আরও পড়ুন: হরিনাকুণ্ডুতে বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
নেত্রকোণায় ঠিকানা বিহীন গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার!
বুড়িগঙ্গা থেকে নিখোঁজ সাবেক ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার
কাপ্তাই হ্রদে স্পিডবোট ও নৌকার সংঘর্ষ: নিখোঁজ ২ শিক্ষার্থীর লাশ উদ্ধার
দুই দিন আগে কাপ্তাই হ্রদে বালুভর্তি নৌকা ও স্পিডবোটের সংঘর্ষে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাত দুইটার দিকে নিহত রিটনের লাশ জেলেরা এবং এলিনার লাশ রবিবার ভোরে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে।
নিহত রিটন চাকমা (২০) ও এলিনা চাকমা (২০) যথাক্রমে বাঘাইছড়ি ও বরকল উপজেলার বাসিন্দা এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট স্তরের শিক্ষার্থী।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, তারা ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় শুক্রবার বিকাল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত তল্লাশি অভিযান চালালেও লাশ উদ্ধারে ব্যর্থ হয়।
উল্লেখ্য, শুক্রবার বিকালে কাপ্তাই হ্রদে যাত্রীবাহী স্পিডবোট ও বালু বোঝাই নৌকার মুখোমুখি সংঘর্ষে সাতজন আহত ও নিখোঁজ হয়েছেন আরও দুইজন। যাত্রীবাহী নৌকাটি রাঙামাটি সদর থেকে লংগদু উপজেলার দিকে যাচ্ছিল। নৌকার মোট নয়জন যাত্রীর মধ্যে সাতজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
আরও পড়ুন: কাপ্তাই হ্রদে স্পিডবোট ও বালুভর্তি ট্রলারের সংর্ঘষে আহত ৭, নিখোঁজ ২
বঙ্গোপসাগরে দুই জাহাজের সংঘর্ষ: ২ জনের মরদেহ উদ্ধার
অটোরিকশা-ভটভটির সংঘর্ষে নিহত ১, আহত ৩
চট্টগ্রামে নিখোঁজের ৩দিন পর যুবকের গলিত লাশ উদ্ধার, আটক ১
চট্টগ্রামের চন্দনাইশে নিখোঁজের তিনদিন পর মো. আরিফুল ইসলাম নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. আরমান (২৭) নামে আরেক যুবককে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ গাছবাড়িয়ায় সালেহ আহমদ সওদাগরের পুকুর পাড়ের ঝোপের ভিতর থেকে বস্তাভর্তি অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত মো. আরিফুল ইসলাম উপজেলার পূর্ব ছৈয়দাবাদের ২ নম্বর ওয়ার্ডের উত্তর হাসিমপুরের মো. ইয়াকুব আলীর মেঝ ছেলে। দুই সন্তানের জনক আরিফুল পেশায় পিকআপ চালক ছিলেন।
আরও পড়ুন: মাগুরায় নিজ ঘর থেকে শিক্ষকের লাশ উদ্ধার
স্থানীয়ভাবে জানা গেছে, গত শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় শামসুল আলম চৌধুরীর কলোনির ভাড়াটিয়া মোহাম্মদ আব্দুল আজিজ (২৮) এর কাছ থেকে পাওনা টাকা আনতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আরিফুল। পরে এ ঘটনায় তার ছোট ভাই মো. হামিদ বাদী হয়ে একটি নিখোঁজ জিডি করেন।
বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, নিহত আরিফুলের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পরিকল্পিত হত্যা বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: ফুলবাড়িতে অটোচালকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জে ট্রাকচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
সিত্রাংয়ের প্রভাবে সাগরে ড্রেজারডুবি: ৮ শ্রমিকের লাশ উদ্ধার
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামে মিরসরাই সমুদ্র উপকূলে থাকা ড্রেজার ডুবে নিখোঁজ আট শ্রমিকের লাশ উদ্ধার করা হেয়েছে। মঙ্গলবার সারাদিন অভিযান চালিয়ে শ্রমিকদের লাশ উদ্ধার করে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা।
এর আগে গতকাল সোমবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে ড্রেজারটি ডুবে যায় বলে স্থানীয়রা জানায়।
নিহত শ্রমিকরা হলেন- মাহমুদ মোল্লা, আলামিন, ইমাম মোল্লা, আবুল বশর, তারেকসহ আটজন নিখোঁজ হন। তাদের সবার বাড়ি পটুয়াখালীর জৈনকাঠি ও মোল্লাবাড়ি থানায়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সাগরে বালি তোলার কাজে নিয়োজিত একটি ড্রেজার ডুবে গতকাল রাতে নিখোঁজ হওয়া ৮ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের একটি টিম রাত ১২টা থেকে ঘটনাস্থলে অবস্থান করছে।
আরও পড়ুন: মোংলা বন্দরে ট্রলার ডুবে জেলে নিখোঁজ, উদ্ধার ২১
ওসি আরও জানান, আজ দুপুর ২টার দিকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, উপজেলার ১৬ নম্বর সাহেরখালি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বসুন্ধরা এলাকায় বেড়িবাঁধ থেকে ১০০০ ফুট দূরত্বে সাগরের মাঝে রাখা বালু উত্তোলনের ড্রেজারটি (সৈকত-২) রাখা ছিলো। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগরে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধির পাশাপাশি ঝড়ো হাওয়ায় ড্রেজারটি ডুবে যায়। এ সময় ড্রেজারে থাকা আট শ্রমিক নিখোঁজ হন।
ড্রেজারে থাকা শ্রমিক আব্দুস সালাম বলেন, ড্রেজারে আমিসহ নয়জন ছিলাম। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কথা শুনে সোমবার সন্ধ্যা ৭টার দিকে আমি ড্রেজার থেকে নেমে আসি। এ সময় বাকিরা সেখানেই ছিল।
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছি।
আরও পড়ুন: নিখোঁজের ৭ দিন পর ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার
প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ ২ শিক্ষার্থীর লাশ উদ্ধার
মেঘনায় বজ্রপাতে জেলে নিখোঁজ, আহত ১
চাঁদপুর সদর উপজেলার আখনের হাট এলাকায় মেঘনা নদীতে মাছ ধরে ফেরার সময় বজ্রপাতে এক জেলে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। এসময় আহত হয়েছেন আরেক জেলে। রবিবার দুপুরে মাছ ধরার ট্রলারটি আখনের হাট এলাকা থেকে হরিণা মাছঘাটে আসার সময় এ ঘটনা ঘটে।
নিখোঁজ মনসুর আহমেদ (৩৮)ও আহত আলী আহম্মদ হাওলাদার (৪৫) সদর উপজেলার হানারচর ইউনিয়নের গোবিন্দিয়া গ্রামের হাওলাদার বাড়ীর ফজল হাওলাদারের ছেলে।
জানা যায়, আহত আলী আহম্মদ কানে শোনেন না। তিনি বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষক নিহত
হরিণা ফেরিঘাট মাছের আড়তের ব্যবসায়ী আবুল কাশেম কালু হাওলাদার বলেন, দুপুর ১২টার দিকে মেঘনা নদীর আখনের হাট থেকে জহিরুল ইসলামসহ আট জেলে নিয়ে হরিণা ঘাটের দিকে রওনা হয়।এসময় বজ্রপাতে মনসুর আহম্মেদ আহত হয়ে পানিতে পড়ে যান এবং পাশে থাকা তার ভাই আলী আহম্মদ গুরুতর আহত হন। তাকে আমরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে এসেছি। তার চিকিৎসা চলছে। তার ডান পা বজ্রপাতে ঝলসে গেছে।
আবাসিক চিকিৎসক ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, বজ্রপাতে আহত আলী আহম্মদের চিকিৎসা চলছে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁদপুর নদী স্টেশনের লিডার প্রণব বড়ুয়া বলেন, খবর পেয়ে আমরা বিকাল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে এসেছি। আমাদের ডুবুরিরা নিখোঁজ জেলের উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছেন।
আরও পড়ুন: ভোলায় বজ্রপাতে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
মুন্সীগঞ্জে শাপলা তুলতে গিয়ে বজ্রপাতে মামা-ভাগনে-ভাগনির মৃত্যু
কুষ্টিয়ায় নিখোঁজের ৫ দিন পর সাংবাদিকের লাশ উদ্ধার
কুষ্টিয়ায় নিখোঁজের পাঁচ দিন পর সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে জেলার কুমারখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের তেবাড়িয়া এলাকায় গোলাম কিবরিয়া ব্রিজের (নির্মাণাধীন) গড়াই নদী থেকে পুলিশ তার অর্ধগলিত লাশ উদ্ধার করে।
নিহতের ছোট ভাই মাহবুব রহমান ও কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার সাংবাদিক রুবেলের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রুবেল (৩১) কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ছাড়াও স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি রুবেল ঠিকাদারি এবং কুষ্টিয়া শহরের পৌর বাজারে পৈত্রিক কাঁচামালের আড়ত দেখাশোনা করতেন। তিনি কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লক এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
আরও পড়ুন: সাংবাদিক ফজলে এলাহীর প্রতি যাতে অন্যায় না হয়, দেখবেন তথ্যমন্ত্রী
জানা গেছে, গত পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন রুবেল। গত ৩ জুলাই হাসিবুর রহমান রুবেল রাত ৯ টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে তার পত্রিকা অফিসে থাকা অবস্থায় মোবাইলে একটি কল এলে তিনি অফিস পিয়নকে বাইরে থেকে আসছি বলে বের হন। এরপর থেকে তার সবগুলো মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। এ ঘটনায় ওই দিন রাতেই কুষ্টিয়া মডেল থানার জিডি করেন তার ছোট ভাই মাহবুব।
বৃহস্পতিবার দুপুরের দিকে ব্রিজের নিচে নদীতে লাশ ভেসে ওঠে। পরনের জামা-কাপড়, মানিব্যাগে থাকা পরিচয়পত্র দেখে তার পরিবারের লোকজন সাংবাদিক রুবেলের লাশ বলে শনাক্ত করেন।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
এদিকে এ ঘটনায় কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ক্ষোভে ফুঁসে উঠেছেন জেলার সাংবাদিকরা। কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু সাংবাদিক রুবেলের এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের খুঁজে বের করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: সাংবাদিক কাজলের তিন মামলার কার্যক্রম স্থগিত
বরিশালে সাংবাদিককে অপহরণ চেষ্টার অভিযোগে আটক ১
সীতাকুণ্ডে বিস্ফোরণ: ফায়ার সার্ভিসের আরও ৩ সদস্য নিখোঁজ
সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুন নিয়ন্ত্রণ করতে ও বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিন সদস্য এখনও নিখোঁজ আছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। বিস্ফোরণের এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৯ সদস্য মারা গেছেন।
সোমবার বিকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের থেকে নিহত ও নিখোঁজ ফায়ার সার্ভিসের ১২ সদস্যের নাম ও ছবি প্রকাশ করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা মো. শাজাহান সিকদার জানান, সীতাকুণ্ডের এ ঘটনায় এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৯ জন কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। তাদের সবার পরিচয় শনাক্ত করা গেছে। বাকি নিখোঁজ তিন জনকে খুঁজে পাওয়া যায়নি। তাদের শনাক্তের চেষ্টা চলছে।
গত শনিবার রাত সাড়ে ৮টায় সৃষ্ট আগুন এবং রাত পৌনে ১১টায় কন্টেইনার বিস্ফোরণের ঘটনার পর থেকে সোমবার পর্যন্ত যে ৯ জন ফায়ারম্যানের লাশ শনাক্ত করা হয়েছে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের নিরপেক্ষ তদন্ত দাবি বিএনপির