নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর আদিবাসী শিশুর লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে নিখোঁজের চারদিন পর নেপাল টপ্পো নামে ৫ বছরের এক আদিবাসী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নেপাল টপ্পো শেখপুরার দুলাল টপ্পোর ছেলে।
পুলিশ জানায়, নেপাল টপ্পো গত ১৬ নভেম্বর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ১৭ নভেম্বর গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
বুধবার সকালে বাড়ির অদূরে একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে নেপালের লাশ উদ্ধার করে।
গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাসার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নেপাল টপ্পো ডুবে মারা গেছে নাকি কেউ তাকে হত্যা করেছে এ ব্যাপারে নিশ্চিত নয় পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
লাশ উদ্ধারের ঘটনায় আপাতত থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান তিনি।
১ দিন আগে
শেরপুরে নিখোঁজের ৫ দিন পর মাটিচাপা অবস্থায় কবিরাজের লাশ উদ্ধার
শেরপুরে নিখোঁজের পাঁচ দিন পর বস্তায় মাটিচাপা অবস্থায় এরশাদ মিয়া নামে এক কবিরাজের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ অক্টোবর) চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামের ব্রহ্মপুত্র নদের তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
এরশাদ মিয়া (৪০) লছমনপুর ইউনিয়নের কাজিরচর গ্রামের হাক্কু শেখের ছেলে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর এরশাদ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে আত্মীয়-স্বজনরা খোঁজাখুঁজি করে না পেয়ে ১৯ অক্টোবর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
সোমবার সকালে চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামের স্থানীয়রা ব্রহ্মপুত্র নদের পাড়ে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এরশাদের পরিবারকে জানালে তারা এসে লাশ শনাক্ত করেন।
শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করে পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে মাটিচাপা দিয়ে রাখে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন জানিয়ে ওসি বলেন, কী কারণে এই হত্যাকাণ্ড সেটি জানার চেষ্টা করছে পুলিশ।
আরও পড়ুন: মেহেরপুরে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
৪ সপ্তাহ আগে
পা পিছলে গড়াই নদীতে পড়ে স্কুলছাত্র নিখোঁজ
কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীর চরে বেড়াতে গিয়ে পানিতে ডুবে আমান হাসান নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।
সোমবার (১০ জুন) সকাল ১০টার দিকে জানিপুর ইউনিয়নের জানিপুর ঘাটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আমান উপজেলার জানিপুর ইউনিয়নের একতারপুর এলাকার শামীম হাসানের ছেলে এবং খোকসার জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
আরও পড়ুন: নিখোঁজের ৫ দিন পর মাটির নিচ থেকে নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, জানিপুর ইউনিয়নের জানিপুর ঘাটসংলগ্ন এলাকায় গড়াই নদীর চরে ৮ বন্ধু বেড়াতে যায়। সেখানে পাড় রক্ষা বাঁধের ব্লকে দাঁড়িয়ে থাকা অবস্থায় পা পিছলে পানিতে পড়ে যায় আমান। এক বন্ধু হাত ধরে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু নদীতে স্রোত বেশি থাকায় এবং সাঁতার না জানায় নিখোঁজ হয় সে। পরে পেয়ে স্থানীয় জেলে ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে খোঁজ শুরু করেন।
খোকসা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ছাত্রকে উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছি।’
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর যায়েদ বলেন, বন্ধুরা মিলে স্কুল থেকে নদীর পাড়ে বেড়াতে গিয়েছিল। সেখান থেকেই একজন পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন। পুলিশের পক্ষ থেকে উদ্ধার অভিযানের তদারক করা হচ্ছে।
খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরুফা সুলতানা বলেন, ঘটনাটি জেনেছি। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। এছাড়া উদ্ধার অভিযানে অংশ নেওয়ার জন্য খুলনা থেকে একটি ডুবুরি দল রওনা দিয়েছে।
আরও পড়ুন: পাবনায় নিখোঁজ রাজমিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার
নিখোঁজের ৩ দিন পর সেপটিক ট্যাংকে যুবকের লাশ, নারীসহ আটক ৩
৫ মাস আগে
পাবনায় নিখোঁজ রাজমিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার
পাবনা সদর উপজেলার দাপুনিয়ায় বাড়ি থেকে নিখোঁজ মো. আজাদ নামের এক রাজমিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার দাপুনিয়ান ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে মোশাররফ চেয়ারম্যানের প্রজেক্টের পেছন থেকে লাশঠি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা ইঞ্জিনিয়ার নিহত
নিহত রাজমিস্ত্রি মো. আজাদ দাপুনিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের মো. আব্দুল হাকিম ছেলে।
তার বাবা জানান, আজাদ গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) মাসুদ আলম জানান, গত ১১ তারিখ থেকে আজাদ নিখোঁজ ছিলেন। এবিষয়ে থানায় জিডিও করা আছে। আজকে দুপুরে আজাদের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও জানান, তবে তার সঙ্গে থাকা একটি মোটরসাইকেল ও মোবাইল পাওয়া যায়নি। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে। এবিষয়ে তদন্ত চলছে, তদন্তের পর হত্যার কারণ জানা যাবে।
আরও পড়ুন: চিনির কিছু স্বাস্থ্যকর প্রাকৃতিক বিকল্প
পবিত্র রমজান মাসে প্রয়োজনীয় ১০টি মোবাইল অ্যাপস
৮ মাস আগে
নিখোঁজের ৩ দিন পর সেপটিক ট্যাংকে যুবকের লাশ, নারীসহ আটক ৩
গাইবান্ধায় নিখোঁজের তিন দিন পর সেপটিক ট্যাংক থেকে শরিফুল ইসলাম পাভেল নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ মার্চ) গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুরে সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: লালমনিরহাটে স্বেচ্ছাসেবক দল নেতার লাশ উদ্ধার
নিহত শরিফুল ইসলাম পাভেল অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সামাদ আকন্দের ছোট ছেলে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, নিহতের পাশের বাড়ির সেপটিক ট্যাংক থেকে গন্ধ বের হলে স্থানীয়দের দেওয়া খবরে গাইবান্ধা থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে নিখোঁজ হওয়া পাভেলের লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য তার লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে পাশের বাড়ির দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: নাটোরে পৃথক স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার
দিনাজপুরে ফেরিওয়ালার লাশ উদ্ধার
৮ মাস আগে
নিখোঁজের ৫ দিন পর মাটির নিচ থেকে নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার
সিরাজগঞ্জে নিখোঁজের পাঁচদিন পর ফেরদৌস আলী (১৮) নামে এক নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ জানুয়ারি) জেলার শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের রংপুর-নগরবাড়ি মহাসড়কের তালগাছী এলাকায় মাটি খুঁড়ে লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: আখাউড়ায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার
মৃত ফেরদৌস গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি আরকে টেক্সটাইল মিলের নিরাপত্তাপ্রহরী।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় আরকে টেক্সটাইল মিলে যান ফেরদৌস। এরপর সকাল হয়ে গেলেও বাড়িতে ফিরে আসেনি। পরিবারের লোকজন মিলে প্নেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার অনুসন্ধান করতে থাকে। এক পর্যায়ে ওই কারখানাতে তার খোঁজ করে বুধবার দুপুরে মাটির নিচে চাপা দেওয়া লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কুমিল্লায় নৌকা প্রার্থীর সমর্থকের লাশ উদ্ধার
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে সংঘবদ্ধ চোরেরদল কারখানায় চুরি করতে এসেছিল এসময় বাঁধা দিলে ফেরদৌসকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুম করার জন্য মাটিতে পুঁতে রেখে পালিয়ে গেছে চোরচক্র।
তিনি জানান, তবে চোরচক্রকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ধানখেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
১০ মাস আগে
ঘূর্ণিঝড় মিধিলি: বঙ্গোপসাগরে ২টি ট্রলারসহ নিখোঁজ ২৫ জেলে, উদ্ধার ১৪
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মিধিলি’র কবলে পড়ে দুবলার চরের দু’টি ট্রলারসহ ২৫ জেলে নিখোঁজ রয়েছে। শনিবার(১৮ নভেম্বর) দুপুর পর্যন্ত নিখোঁজ ওই জেলেদের সন্ধান মেলেনি।
এদিকে বঙ্গোপসাগরে ট্রলারডুবির আরেকটি ঘটনায় নিখোঁজ হওয়া ১৪ জেলেকে ভাসতে থাকা অবস্থায় উদ্ধার করেছে দুবলার চরের জেলেরা।
আজ সকালে উদ্ধার করা ওই জেলেদের বাগেরহাটের সুন্দরবনের আলোরকোলে আনা হয়েছে।
উদ্ধার হওয়া ১৪ জেলের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় বলে জানা গেছে। নিখোঁজ দু’টি ট্রলারসহ ২৫ জেলের বাড়ি চট্টগ্রামে।
দুবলা ফিসারম্যান গ্রুপের চেয়ারম্যান কামাল উদ্দীন আহম্মেদ জানান, ঝড়ের কবলে পড়ে শুক্রবার বঙ্গোপসাগরে ১৪ জন জেলেসহ একটি ট্রলার ডুবে যায়।
দুবলার চরের জেলে বহরদ্দারদের একটি ট্রলার শুক্রবার বিকালে ফেরার পথে ভাসমান অবস্থায় তাদেরকে উদ্ধার করে।
শনিবার সকালে ওই জেলেদের সুন্দরবনের আলোরকোলে আনা হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা সেবা এবং খাবার দেওয়া হয়। জেলেদেরকে তাদের বাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মিধিলি: বৃষ্টিতে নষ্ট হয়েছে কোটি টাকার মাছ
কামাল উদ্দীন আহম্মেদ আরও জানান, দুবলার চরে জেলে বহরদ্দারদের দু’টি ট্রলারসহ ২৫ জেলে শুক্রবার থেকে নিখোঁজ রয়েছে। শনিবার দুপুর পর্যন্ত ওই জেলেদের সন্ধান মেলেনি। তারা বিভিন্ন এলাকায় নিখোঁজ ট্রলারসহ জেলেদের সন্ধান করছেন।
সুন্দরবন পূর্ব বিভাগের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার খলিলুর রহমান জানান, বঙ্গোপসাগারে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়া ১৪ জেলেকে উদ্ধার করা হয়েছে। ওই জেলেদেরকে তাদের বাড়িতে পাঠানোর জন্য জেলে সমিতির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
এছাড়া জেলে বহরদ্দারদের দু‘টি ট্রলারসহ নিখোঁজ জেলেদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মিধিলি: বরিশালে লঞ্চ চলাচল ফের শুরু
১ বছর আগে
চাঁদপুরে মেঘনায় নিখোঁজ জেলের লাশ একদিন পর উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীর লক্ষ্মীরচর এলাকায় নৌপুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া জেলে শাকিল হোসেন বেপারীর (১৯) লাশ একদিন পর বুধবার উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) বিকালে আজকা বাজার নামাক এলাকা থেকে তার লাশ ভাসতে দেখে নৌপুলিশকে জানান স্থানীয়রা। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হয়রত আলী জানান, নিহতের বাড়ি সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের বলাশিয়া মৌজার গোয়ালনগর গ্রামে। তিনি মো. রহিম বেপারীর ছেলে।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় হাইমচরে ২৭ জেলে আটক
ওই অভিযানের নেতৃত্বে ছিলেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
তিনি বলেন, মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকাল ৪টার দিকে আমাদের নিয়মিত অভিযানে লক্ষ্মীরচর এলাকায় মা ইলিশ ধরার ট্রলার ধরার জন্য চেষ্টা করা হয়। জেলেরা আমাদের ওপর ক্ষিপ্ত হয়। এ সময় ওই ট্রলারে থাকা ৮ জন জেলের সকলেই নদীতে ঝাঁপ দেন। এর মধ্যে আমরা ৭ জনকে আটক করলেও একজন নিখোঁজ থাকেন। ৭ জনকে থানায় এনে তাদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।
ওসি আরও বলেন, লাশ থানা থেকে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
আরও পড়ুন: ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৩৪ জেলে গ্রেপ্তার
নৌপুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ঘটনাটি সত্য। জেলেরা পুলিশ দেখে নদীতে পালানোর সময় ওই ট্রলারে থাকা ৮ জেলেই ঝাঁপ দেন। ৭ জনকে আটক করলে তারা তখন বলেন, তাদের সঙ্গের আরেকজন নেই। সেই নিখোঁজ জেলের লাশই উদ্ধার হয়।
তিনি আরও বলেন, তবে ধারণা করা হচ্ছে- সে নদীতে ঝাঁপ দিতে গিয়ে ট্রলারের পাখার সঙ্গে শরীরের বিভিন্নস্থানে আঘাত প্রাপ্ত হন এবং ডুবে গিয়ে মৃত্যুবরণ করেন।
আইনি প্রক্রিয়া শেষে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে আজ (বৃহস্পতিবার), জানান ওসি কামরুজ্জামান।
আরও পড়ুন: চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ৩৫ জেলে আটক
১ বছর আগে
গাইবান্ধায় নদীতে গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নদীতে গোসল করতে নেমে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) উপজেলার পানিতলা গ্রামে গাংনাই নদীতে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: নদীতে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু
নিখোঁজ কলেজছাত্র শিহাব সরকার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের সিহিপুর গ্রামের বাসিন্দা খাজা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বাড়ির পাশের গাংনাই নদীতে গোসল করতে যায় শিহাব। কিছু বুঝে ওঠার আগেই নদীর শ্রোতে পানিতে তলিয়ে যায় সে। দীর্ঘ সময় পরেও বাড়িতে না ফেরায় স্বজনরা নদীতে খোঁজাখুঁজি শুরু করে ব্যর্থ হয়।
এদিকে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ও রংপুরের ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ ছাত্রের সন্ধানে কাজ করে যাচ্ছে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আরিফ আনোয়ার জানান, প্রায় দুই ঘন্টা ধরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খোঁজ চালিয়ে যাচ্ছে। কিন্তু নদীর গভীরতা ও শ্রোতের কারণে কাজে বিলম্ব হচ্ছে।
আরও পড়ুন: দিনাজপুরে নদীতে গোসল করতে নেমে ২ মাদরাসাছাত্র নিখোঁজ
গড়াই নদীতে গোসল করতে নেমে ঢাবি শিক্ষার্থী নিখোঁজ
১ বছর আগে
রাজশাহীতে পদ্মায় নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার
রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলার চারঘাট উপজেলার ইউসুফপুর এলাকায় পদ্মা নদী থেকে একজনের এবং বিকাল সাড়ে ৪টার দিকে একইস্থান থেকে আরেকজনের লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: পদ্মায় গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু
এর আগে শুক্রবার (২১ জুলাই) দুপুরে নগরীর মতিহার থানার সাতবাড়িয়া এলাকার পদ্মা নদীতে তারা নিখোঁজ হয়।
নিহত দুই শিশু হলো- শুকুর আলীর ছেলে মো. সিয়াম (১১) ও একই এলাকার নেকবর আলীর ছেলে মো. সাজিম (১২)।
মৃত সিয়াম রাজশাহী নগরীর ডাশমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি লিডার আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার দুর্ঘটনার খবর পেয়েই ফায়ার সার্ভিসের দুইটি ডুবুরি দল তাদের উদ্ধারে কাজ শুরু করে।
তবে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজদের উদ্ধার সম্ভব না হওয়ায় অভিযান স্থগিত করা হয়। শনিবার সকাল থেকে আবারও অভিযান শুরু করা হয়। দুপুর আড়াইটার দিকে সিয়ামের লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। তার পাশ থেকেই বিকাল ৪টার দিকে সাজিদের লাশ উদ্ধার করা হয়।
রাজশাহী নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার বলেন, চারঘাট এলাকা থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়েছে। নৌ পুলিশ ছাড়াও চারঘাট থানা পুলিশের সদস্যরা বিষয়টি মনিটরিং করে।
তিনি আরও বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে দুইজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার
১ বছর আগে