করোনা পরিস্থিতিতে এলাকার মানুষের পাশে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম।
ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ ছাড়াও সরজমিনে গ্রামে গ্রামে গিয়ে মানুষের খোঁজখবর নেন তিনি। শনিবার সারাদিন নির্বাচনী এলাকার সব গ্রাম এবং পৌর এলাকা ঘুরে বেড়িয়েছেন।
এ সময় তার দেয়া খাদ্য সহায়তা ঠিকভাবে পৌঁছে কিনা সেটি দেখা ছাড়াও কৃষকরা কোনো সমস্যায় আছেন কিনা, প্রশাসন এবং স্বাস্থ্য কর্মীরা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছেন কিনা বা তাদের কোন সমস্যা আছে কিনা এব্যাপারে খোঁজ নেন।
এর আগে ব্যক্তিগতভাবে এলাকার সাড়ে ১২ হাজার কর্মহীন ও অসচ্ছল পরিবারকে খাবার সামগ্রী দেয়া হয়। তালিকা অনুসারে দলের নেতা-কর্মীদের সহায়তায় ঘরে ঘরে সেগুলো পৌঁছে দেয়।
উপজেলা সদর থেকে বিভিন্ন গ্রামে গাড়িতে ভরে ত্রাণ পাঠানোর কাজও নিজে দাঁড়িয়ে তদারকি করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।