অন্যদের বিষয়ে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগে কোনো তথ্য নেই।
বৃহস্পতিবার পঞ্চগড়ে করোনাভাইরাসের বিস্তার রোধে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত জরুরি বৈঠকে এসব তথ্য জানানো হয়েছে।
বিদেশফেরত অন্যদের খুঁজে বের করে তালিকা তৈরি করতে প্রতি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে মনিটরিং কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। সরকারি-বেসরকারি দপ্তর, শপিংমলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সাবান পানি দিয়ে হাত ধোঁয়ার ব্যবস্থা রাখার পরামর্শ দেয়া হয়েছে।
এছাড়া পঞ্চগড় জেলা চেম্বার অব কমার্সসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে করোনা সচেতনতায় লিফলেট ও স্থানীয়ভাবে স্বাস্থ্যসম্মত মাস্ক তৈরি করে বিলি করার আহ্বান জানানো হয়েছে। দ্রব্যমূল্য ও মাস্কসহ প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জানান, গত ১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত দেশের বাইরে থেকে প্রায় ৯০০ বিদেশফেরতের স্থায়ী ঠিকানা পঞ্চগড়। তাদের অনেকেই বর্তমানে এখানে অবস্থান করছেন। পুলিশ বিভাগের পক্ষ থেকে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে তালিকা করে মনিটরিং কমিটির কাছে প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। বিদেশফেরতদের প্রত্যেককে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হবে।
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, আমরা জেলার প্রতি ওয়ার্ডে মনিটরিং কমিটি গঠনের নির্দেশনা দিয়েছি। এই মনিটরিং কমিটি বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করবে।