বিদেশ ফেরত
বিদেশ ফেরত ৪৭ শতাংশেরই কাজ জোটেনি: ব্র্যাক
বছর পেরিয়ে গেলেও কোভিড-১৯ পরিস্থিতিতে ফেরত আসা প্রবাসী কর্মীদের ৪৭ শতাংশই এখনও কোনও কর্মসংস্থানে যুক্ত হতে পারেননি। ফলে দৈনন্দিন খরচ চালাতে তাদের অনেককেই পারিবারিক আয় বা আত্মীয়দের কাছ থেকে ধার-দেনা করে চলতে হচ্ছে।
অন্যদিকে ৫৩ শতাংশ কৃষিকাজ, ছোটখোটো ব্যবসা বা শ্রমিক হিসেবে নিজেকে যুক্ত করে বর্তমানে পরিবার চালাচ্ছেন। তবে বিদেশ ফেরতদের ৯৮ শতাংশই এখনও তাদের ভবিষ্য নিয়ে চরম উদ্বিগ্ন।
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ‘বিদেশফেরতদের আর্থ-সামাজিক পরিস্থিতি অন্বেষণ এবং বিশ্লেষণ’ শীর্ষক এক জরিপে এসব তথ্য উঠে এসেছে।
শুক্রবার (৩০ এপ্রিল) এই বিষয়ে অনলাইনে প্রতিবেদন প্রকাশ করা হয়। ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসান প্রতিবেদনটি তুলে ধরেন।
আরও পড়ুন: বিদেশফেরত ৭০ শতাংশ বাংলাদেশি জীবিকা সংকটে: আইওএম
তিনি জানান, বিশ্বব্যাপী করোনা সংক্রমণ শুরুর পর গত বছরের মার্চ-এপ্রিলে ফেরত আসা প্রবাসী কর্মীদের সঙ্গে কথা বলে ২২ মে একটি জরিপ প্রতিবেদন প্রকাশ করেছিল ব্র্যাক। এক বছর পর পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে সেটা জানতেই পুনরায় জরিপ করা হয়।
গুণগত এবং পরিমাণগত উভয় পদ্ধতিতেই দেশের সাতটি বিভাগের অভিবাসনপ্রবণ ৩০জেলায় এই বছরের মার্চ ও এপ্রিলে জরিপটি পরিচালনা করা হয়। গতবছর যাদের সঙ্গে কথা বলেছিল ব্র্যাক তারাসহ এবার মোট ১ হাজার ৩৬০ জন বিদেশ ফেরত মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে ব্র্যাক।
এর মধ্যে ২০৭ জন ইতোমধ্যেই বিদেশে চলে গেছেন। একটা বড় অংশকেই ফোনে পাওয়া যায়নি। অনেকেই তথ্য দিতে রাজি হননি। তবে ৪১৭ জন বিদেশ ফেরত বিস্তারিত তথ্য দিয়েছেন। তাদের উত্তরের ভিত্তিতেই জরিপ প্রতিবেদনটি করা।
জরিপের ফলাফলে দেখা গেছে, গতবছর বিদেশ ফেরতদের ৮৭ শতাংশ বলেছিলেন তাদের কোনও আয়ের উৎস নেই। এবার দেখা গেছে, উত্তরদাতাদের প্রায় ৫৩ শতাংশ (৫২.৭৭) কোনও না কোনও কাজে নিজেকে যুক্ত করতে পেরেছেন। এর মধ্যে ২৪ দশমিক ১৯ শতাংশ কৃষি কাজে যুক্ত হয়েছেন, ২২ দশকি ৩৩ শতাংশ দিনমজুরী বা এই ধরনের কোন কাজে যুক্ত হয়েছেন এবং ৩৫.৩৫ শতাংশ ছোট কোন ব্যবসা শুরু করেছেন। এছাড়া ১৭ দশমিক ৬৭ শতাংশ অন্য কোন না কোন কাজ করছেন।
তবে উত্তরদাতাদের মধ্যে ৪৭ শতাংশ (৪৭ দশমিক ২২ শতাংশ) বিদেশ ফেরতই গত এক বছরেও কোনো প্রকার কাজের ব্যবস্থা করতে পারেননি। তারা তাদের দৈনন্দিন খরচ চালাতে তাদের পরিবারের আয় বা আত্মীয়স্বজনের কাছ থেকে ধার নিয়ে চলছেন।
উত্তরদাতাদের ২৮ শতাংশ বলেছেন, তারা ইতোমধ্যেই ধারদেনায় জর্জরিত হয়েছেন এবং ৭২ শতাংশ বলেছেন, তারা ফের বিদেশে চলে যেতে চান।
প্রতিবেদনে প্রবাসীদের বর্তমান মানসিক অবস্থাও উঠে আসে। গতবছর অংশগ্রহণকারীদের ৭৪ শতাংশ জানিয়েছিলেন, তারা ভবিষ্যত নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তা, মানসিক চাপ, উদ্বেগ ও ভীতির মধ্যে রয়েছেন। কিন্তু এবার ৯৮ শতাংশ উত্তরদাতাই বলেছেন, অপর্যাপ্ত আয়, বেকারত্ব, পুনরায় বিদেশ যেতে না পারা, পারিবারিক চাপ ইত্যাদির কারণে চরম উদ্বিগ্নতা এবং মানসিক চাপের মধ্যে আছেন।
আরও পড়ুন: বিদেশফেরত কর্মীরা কর্মসংস্থানে অগ্রাধিকার পাওয়ার যোগ্য: মন্ত্রী
করোনা শুরুর পর গত বছরের মার্চ থেকে এই বছরের এপ্রিল পযর্ন্ত প্রায় পাঁচ লাখ প্রবাসী দেশে ফিরে আসতে বাধ্য হয়।
বর্তমানে এক কোটিরও বেশি বাংলাদেশি বিদেশে আছেন। করোনার মধ্যেও ২০২০ সালে প্রায় ২২ বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছে। এ বছরের প্রথম তিনমাসে দেড়লাখেরও বেশি বাংলাদেশি বিদেশে কাজ নিয়ে গেছেন। ব্র্যাক মনে করছে, বৈদেশিক কর্মসংস্থান স্বাভাবিক করার পাশাপাশি বিদেশ ফেরতদের টেকসই পুনরেকত্রীকরণে সরকারি ও বেসরকারি সংস্থা সবার সমন্বিতভাব কাজ করা উচিত।
১৬৮০ দিন আগে
করোনাভাইরাস: মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে সশস্ত্র বাহিনী
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও ছড়িয়ে পড়া ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সন্দেহভাজনদের কোয়ারেন্টাইন নিশ্চিতে প্রশাসনকে সহায়তা করতে বুধবার সকাল থেকে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা।
২০৮২ দিন আগে
মাগুরায় বিদেশ ফেরত ৮১ জন হোম কোয়ারেন্টাইনে
মাগুরায় জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশে বৃহস্পতিবার পর্যন্ত চার উপজেলার মোট ৮১ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
২০৮৭ দিন আগে
পঞ্চগড়ে বিদেশ ফেরত প্রায় ৯ শতাধিক, হোম কোয়ারেন্টাইনে মাত্র ৯ জন!
পঞ্চগড় জেলার পাঁচ উপজেলায় গত ১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত প্রায় ৯০০ বিদেশফেরত ব্যক্তি অবস্থান করছেন। এদের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত এক নারীসহ মাত্র ৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
২০৮৭ দিন আগে
শরীয়তপুরে বিদেশ ফেরত ২১০ জন ‘হোম কোয়ারেন্টাইনে’
শরীয়তপুর, ১৬ মার্চ (ইউএনবি)- শরীয়তপুরে বিদেশ থেকে আসা ২১০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
২০৯০ দিন আগে
নাটোরে বিদেশ ফেরত ১১ জন ‘হোম কোয়ারেন্টাইনে’
চীন, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশ থেকে নাটোরে আসা ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে (রোগ সংক্রমণ রোধের জন্য পৃথক রাখার ব্যবস্থা) রাখা হয়েছে।
২০৯২ দিন আগে
বিনা খরচে অভিবাসন সংক্রান্ত হটলাইন সেবা চালু
অভিবাসন সংক্রান্ত যেকোন ধরনের তথ্যসেবা দিতে একটি হটলাইন সেবা চালু করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং ব্র্যাক।
২১৭৩ দিন আগে
সৌদি থেকে ফিরলেন ১৭৫ কর্মী; কারও খালি পা, কারও গায়ে কাজের পোশাক
ঢাকা, ১৬ সেপ্টেম্বর (ইউএনবি)- সৌদি আরব প্রশাসনের ধরপাকড়ের শিকার হয়ে রবিবার রাতে দেশে ফিরেছেন ১৭৫ প্রবাসী কর্মী। খালি হাতে ফেরা এসব কর্মীদের কারও ছিল খালি পা, কেউ আবার কাজের পোশাক পরেই বিমানে উঠেছেন।
২২৭৩ দিন আগে
সৌদি থেকে দেশে ফিরলেন নির্যাতনের শিকার ১৮ নারী
ঢাকা, ১২ সেপ্টেম্বর (ইউএনবি)-সৌদি আরবে নির্যাতনের শিকার ১৮ নারী বৃহস্পতিবার দেশে ফিরেছেন।
২২৭৬ দিন আগে