ঈদযাত্রায় বৃহস্পতিবার ভোর রাত থেকেই পাটুরিয়া ঘাটে প্রাইভেটকার, মাইক্রোবাসের ব্যক্তিগত গাড়ির চাপ বাড়তে থাকে। পাশাপাশি যাত্রীবাহী বাসেরও চাপ বেড়েছে। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী শত শত যানবাহন পারাপারে হিমশিমে পড়েছে ঘাট কর্তৃপক্ষ।
ফেরি কর্মকর্তারা জানান, সাধারণ পন্যবাহী ট্রাক পারাপার বন্ধ রয়েছে। বাস, প্রাইভেটকার, মাইক্রোবাসের সঙ্গে টার্মিনালে আটকে থাকা কিছু কিছু ট্রাকও পার করে দেয়া হচ্ছে।
বিআইডব্লিউটিসির ডিজিএম মো. শাহ নেওয়াজ বলেন, গাড়ির চাপ আরও বেড়ে গেলে ফেরিগুলো ওপারে যানবাহন নামিয়া দেয়ার পর প্রয়োজনে খালি ফেরি সেখান থেকে নিয়ে আসা হবে।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঈদ উপলক্ষে ২১টি ফেরির মধ্যে দুটি বিকল থাকায় ১৯টি দিয়ে পারাপার করা হচ্ছে।