কুষ্টিয়ার ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল জানান, বুধবার ভোরে ১২ মাইল সাহারা ফিলিং স্টেশনের সামনে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি গাড়ির চালক যশোরের সাত পাঁচবাড়িয়ার আবুল হোসেনের ছেলে রাশেদ (৩৮) এবং একই উপজেলার ছইর উদ্দিনের ছেলে হেলপার ইয়াছিন (৩০) ঘটনাস্থলেই নিহত হন। তারা সম্পর্কে শ্যালক ও দুলাভাই বলে জানা গেছে।
ঘটনার সংবাদ পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস ও ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের দরজা ভেঙে লাশ দুটি বের করে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
খুলনায় সড়ক দুর্ঘটনায় ২ কলেজছাত্র নিহত
এছাড়া, জেলার মিরপুরে সড়ক দুর্ঘটনায় এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। সকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নওপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চাঁদু আলী মল্লিক পৌরসভার নওপাড়া মহল্লার আজিজুল ইসলাম মল্লিকের ছেলে।
মিরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রুহুল আমিন জানান, সকালে চাঁদু বাইসাইকেলে করে ভাটায় যাচ্ছিলেন। এ সময়ে কুষ্টিয়াগামী একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলের তার মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ জনতা তিনটি ড্রাম ট্রাক ভাঙচুর করেন।
অন্যদিকে, ভোলায় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। সকালে সদর উপজেলার আলী নগর ইউনিয়নের মাদরাসা বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কবির সদর উপজেলার চরনোয়াবাদ পুলিশ লাইন্স এলাকার আবদুল বারেকের ছেলে।
আরও পড়ুন: তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫
২০২০ সালে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫০
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোলা বাসস্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহী বাস ভেদুরিয়া লঞ্চঘাটের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কবির মারা যান।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনতা ও গাড়ির শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রায় ১০ জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।