কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর উত্তরপাড়ায় একটি মেছো বিড়াল আটক করেছে গ্রামবাসী। সোমবার (১২ মে) বিকালে ফসলি জমি থেকে ধাওয়া করে এটিকে আটক করা হয়েছে।
এদিকে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগৎপুর উত্তর পাড়া থেকে এই মেছো বিড়ালটিকে উদ্ধার করে লালমাই উদ্ভিদ উদ্যানে নেওয়া হয়েছে। সেখানে এটিকে অবমুক্ত করা হবে।
সোমবার জগতপুর গ্রামের নুরুন্নবী বলেন, ‘বিকালে বাড়ির পাশের ফসলি জমির আইলে ঘাস কাটছিলাম। এ সময় মেছো বিড়ালটিকে কয়েকজন ধাওয়া করে আটক করে। পরে কবুতরের খাঁচায় বিড়ালটিকে বন্দি করে রাখা হয়। বর্তমানে এটি আমার ভাই অলি উল্যার ঘরে রয়েছে।’
অলি উল্যাহ বলেন, ‘শখের বসে কবুতরসহ বিভিন্ন পাখি পালন করি। গ্রামবাসীরা মেছো বিড়ালটি ধরে আমার কাছে দিয়েছে। এটিকে নিয়মিত খাবার দিচ্ছি।’
আরও পড়ুন: মেছো বিড়ালসহ বিপন্ন বন্যপ্রাণী রক্ষায় সচেতনতা বাড়াতে বিশেষ ভ্যান
সরকারি কোনো সংস্থা না নিলে অথবা আইনি বাধা না থাকলে মেছো বিড়ালটিকে স্থায়ীভাবে আমার কাছে রাখতে চাই বরে জানান তিনি।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, ‘একটি মেছো বিড়াল জগতপুর গ্রামে খাঁচায় বন্দি আছে জানতে পেরে বন বিভাগের কর্মকর্তাদের জানিয়েছি।’
তারা দ্রুত সময়ের মধ্যে মেছো বিড়ালটিকে উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।