শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতী নগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণের একটি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধেও জয়ী হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
এ সময় বঙ্গবন্ধুর ম্যুরাল ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের নাম ফলক উন্মোচনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও পার্বতীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন ভুঁইয়ার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সফিউজ্জামান ভুঁইয়ার সভাপতিত্বে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, পৌর মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নুরুল হুদা পাটওয়ারী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি জাকির হোসেন আজাদ ভুঁইয়া প্রমুখ বক্তব্য দেন।
আরও পড়ুন: বাংলাদেশ জঙ্গিবাদকে কখনো আশ্রয়-প্রশ্রয় দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী
অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মী ও মুক্তিযোদ্ধারাসহ বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।