দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সহসভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের কোষাদক্ষ ড. যশোদা জীবন দেব নাথ জানিয়েছেন, ফরিদপুরকে অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধিসহ সবার ভূমিকা রাখতে হবে।
বেকারত্বদূর করার জন্য সরকারি ও ব্যক্তি পযায়ে শিল্প-কারখানা স্থাপন করতে হবে।
আরও পড়ুন: ফ্রান্সের টেমস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এফবিসিসিআই নেতা জীবন দেবনাথের ডি.লিট ডিগ্রি অর্জন
তিনি আরও বলেন, পদ্মা সেতু চালুর মধ্যদিয়ে ফরিদপুর জেলা আধুনিক রূপে রূপান্তরে দাবি উঠেছে। আর এই চাহিদা পূরণ করতে হলে প্রথমে এ জেলায় বিশ্বাবিদ্যালয় স্থাপন করতে হবে।
আমরা চাই দিল্লি আইআইটি যে শাখা বাংলাদেশে স্থাপনের পরিকল্পনা রয়েছে সেটি ফরিদপুরে করা হোক।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি ফরিদপুর পূজা উদযাপন কমিটির সদস্য হিসেবেও রয়েছেন।
তিনি বলেন, পদ্মা সেতুর দুই পাড়ে ডাউন-টাউন সিটি গড়ে তোলার উপর গুরুত্বরাপ করেন। এতে এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক ভাগ্য পরিবর্তন হবে।
আরও পড়ুন: আসিয়ান, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্যিক কেন্দ্র বাংলাদেশ হতে পারে: এফবিসিসিআই
নেপাল বাংলাদেশের জন্য পরিচ্ছন্ন জ্বালানির ভালো উৎস হতে পারে: এফবিসিসিআই