গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে ১৯ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে, যা গতকালের চেয়ে ৫ সেন্টিমিটার বেশি বলে জানিয়েছে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড।
বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, ‘প্রতিদিনই ফরিদপুরে পদ্মা, মধুমতি ও আড়িয়াল খাঁর পানি বাড়ছে। তবে এখনও তা বিপদসীমার নিচে রয়েছে।’
তিনি জানান, পদ্মার পানি বৃদ্ধি পেয়েছে ১৯ সেন্টিমিটার। বর্তমানে গোয়ালন্দ পয়েন্টে নদীতে ৭ দশমিক ১৫ সেন্টিমিটার উঁচু পানি প্রবাহিত হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গীর চর, টেপরাকান্দি ও ৩৯ দাগ এলাকায় পদ্মার পানি বাড়তে শুরু করেছে।
নর্থচ্যানেল ইউপির চেয়ারম্যান মোস্তাকুজ্জামান জানান, চরাঞ্চলের পাট, বাদাম ও তিল খেত এবং কলাবাগানে নতুন করে পানি প্রবেশ করেছে।
স্থানীয় হাফিজ মাতুব্বর বলেন, ‘এক দিকে করোনাভাইরাস অন্য দিকে আবার পানি। আমরা যারা চরাঞ্চলে বসবাস করি তাদের সারা বছরই বিপদ আসে। এখন উপরওয়ালা ছাড়া আমাদের কে দেখবে?’
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, পানি বৃদ্ধির সাথে পাঁচ উপজেলাতে নদী ভাঙন দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।