ফরিদপুরে গত দুই সপ্তাহ যাবত কোভিড-১৯ মহামারিতে মৃত্যুর হার শুন্য থাকলেও এখন আবার বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার জনের প্রাণহানি হয়েছে। এনিয়ে জেলায় করোনায় শনাক্ত হয়ে মারা গেছে ৫২২ জন।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে তিনজন করোনা শনাক্ত এবং উপসর্গে একজন চিকিৎসাধীন ছিলেন।
ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান জানান, এই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনা রোগী ভর্তি হয়েছে ৭ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৬৫ জন। এছাড়াও আইসিইউতে রয়েছে আরও ১৪ রোগী।
পড়ুন: কোভিড-১৯: বিশ্বে আক্রান্তের সংখ্যা ২৩ কোটির কাছাকাছি
যুক্তরাষ্ট্র থেকে আরও ৮৯ লাখ টিকা পাবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী