গত এক মাস ধরে ফরিদপুরে জ্বর, ঠান্ডা, নিউমোনিয়া ও ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, যাদের অধিকাংশই শিশু। প্রতিদিন রোগীর সংখ্যা বেশি হওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
বৃহত্তর ফরিদপুরের অন্যতম শিশু চিকিৎসা কেন্দ্র ড. জাহেদ মেনোরিয়াল শিশু হাসপাতালে আন্ত:বিভাগ ও বর্হিবিভাগে প্রতিদিন গড়ে তিন শতাধিক শিশু রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া ফরিদপুর সদরের জেনারেল হাসপাতাল, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য বেসরকারী হাসপাতাল চিকিৎসা কেন্দ্রে আরো প্রায় দুইশ রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে। হঠাৎ করে শিশু রোগী বেড়ে যাওয়ায় প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা দেয়া কষ্টকর হয়ে পড়ছে সংশ্লিষ্টদের।
রবিবার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন হাসপাতালগুলো ঘুরে এই চিত্র দেখা মেলে। কোন কোন হাসপাতালে শিশু ওয়ার্ডের ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী ভর্তি রয়েছে।
আবহাওয়া পরিবর্তনে এমন চাপ বেড়েছে। বিশেষ করে শিশু রোগীর সংখ্যা। ফরিদপুর সদর জেনারেল হাসপাতলে ডায়রিয়া রোগীর সিট রয়েছে ১০টি। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় দ্বিগুনেরও বেশি রোগী ভর্তি রয়েছে। সেবা দিতে সংশ্লিষ্টদের হিমশিম খেতে হচ্ছে প্রতিনিয়ত। এমন চিত্র শহরের সকল সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে।
পড়ুন: রাজধানীতে ডায়রিয়ার প্রাদুর্ভাবে হাসপাতালে ভর্তি শতাধিক