এ ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী রানা শেখ পলাতক রয়েছেন।
নিহত শিল্পী বেগম (২২) ওই গ্রামের শাহজাহান মোল্যার মেয়ে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী জিন্নাহ জানান, পুলিশ খবর পেয়ে শুক্রবার রাত ৮টার দিকে বাড়ির পাশের মাঠ থেকে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
‘অভিযুক্ত স্বামী রানা পলাতক রয়েছেন। তবে তার এক সহযোগী তুহিন শেখ পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে পুলিশে দেয়,’ যোগ করেন তিনি।
ওসি আরও জানান, শিল্পী বেগম করিম জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। ৫ বছর আগে মোকসেদপুর উপজেলার গারলগাতি গ্রামের রানার সাথে তার বিয়ে হয়। তাদের তিন বছরের এক শিশু কন্যা রয়েছে। তারা বর্তমানে দরজা পুরুরা গ্রামে বসবাস করছিল।
এ ঘটনায় নিহতের বাবা শাহজাহান শনিবার বাদী হয়ে রানা ও তার সহযোগী তুহিনকে আসামি করে হত্যা মামলা করেছেন।