এ ঘটনায় ঘাতক টুটুল ভূইয়াকে (৩২) আটক করা হয়েছে।
নিহত গৃহবধূ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলোকদিয়া গ্রামের সাহাবুদ্দিনের মেয়ে।
নিহতের পারিবার জানিয়েছে, ঢাকায় পোশাক কারখানায় কাজ করা টুটুল চাহিদা অনুযায়ী যৌতুক না পেয়ে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।
আজ ফেসবুক লাইভে এসে টুটুল বলেন, ‘আল্লাহর ওয়াস্তে সবাই আমাকে মাফ করে দেবেন। আমার এতিম মেয়েটার খেয়াল রাখবেন। আমার ভাইবোনগুলোর খেয়াল রাখবেন। আমার পরিবার, ভাইবোনগুলার কোনো দোষ নাই। কেউ এতে সম্পৃক্ত না। আমি আমার আজকের এ ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী।’
এরপর দাঁ হাতে নিয়ে ছুটে যান টুটুল এবং স্ত্রীকে কোপ দিলে তিনি লুটিয়ে মাটিতে পড়ে যান।
এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম বলেন, ‘বারাহীপুর থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার এবং তার স্বামীকে আটক ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, টুটুলের ফেসবুক প্রোফাইলে তারা লাইভ ভিডিও পাননি। তবে তার পোস্টগুলো যাচাই-বাছাই চলছে।