এর আগে তাদেরকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে হস্তান্তর করে গাবতলী থানা পুলিশ। এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দুদক বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে ১৫ মেট্রিক টন চাল সরকারি খাদ্য গুদাম থেকে বাইরে বিক্রি করে আত্মসাৎ করার চেষ্টা করা হয়েছিল বলে প্রতীয়মান হয়েছে। এ ঘটনায় দুর্নীতি দমন আইনে তাদের নামে মামলা দায়ের করা হয়েছে।’
বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল ইসলাম দুজনকে সাময়িক বরখাস্ত করার তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এসব তদন্ত কমিটির রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, শুক্রবার গাবতলী উপজেলার সাবেকপাড়া খাদ্য গুদাম থেকে চাল ট্রাকে লোড করার সময় পুলিশ ট্রাকসহ ৩০০ বস্তা সরকারি চাল ও গুদাম কর্মকর্তা গাজী মো. শফিকুল, গুদামের নৈশপ্রহরী সাদেকুল ইসলাম ও চাল ক্রয়কারী ব্যবসায়ী আমজাদ হোসেনকে পুলিশ আটক করে।
পরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুনার রশিদ আটকদের নামে গাবতলী মডেল থানায় এজাহার দাখিল করেন। কিন্তু সেই মামলা থানায় রেকর্ড না করে তাদেরকে দুদকের কাছে হস্তান্তর করা হয়। দুদক আইনে তাদের বিরুদ্ধে মামলার পর আদালতে শনিবার হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।