জেলার আমতলীতে বৃহস্পতিবার মারা যাওয়া ব্যক্তির শরীর থেকে সংগ্রহ করা নমুনা করোনা পজেটিভ হওয়ায় উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।
বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন খান বলেন, ‘ওই ব্যক্তি পটুয়াখালীতে চিকিৎসা নিয়েছিলেন, সেখান থেকেই তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল। তার রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। আমরা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি।’
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ‘একজন করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় ও নারায়ণগঞ্জ থেকে প্রচুর মানুষ এখানে আসায় আমরা পুরো উপজেলাকে লকডাউন ঘোষণা করেছি। এছাড়াও গত ১৪ দিনে তিনি যেসব মানুষের সংস্পর্শে এসেছেন তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।’
কারও মধ্যে যদি করোনার উপসর্গ দেখা দেয় তাহলে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে যোগাযোগ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।