বরিশালে আন্দোলনরত ডিপ্লোমা নার্সদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত চার নার্সকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিএসসি নার্সরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনরতরা।
ডিগ্রির সমমান প্রদান এবং যোগ্যতাসম্পন্নদের চাকরিতে অগ্রাধিকারের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন ডিপ্লোমা নার্সরা। এই আন্দোলনের অংশ হিসেবে আজ (মঙ্গলবার) সকাল থেকে তারা বরিশাল নার্সিং ইনস্টিটিউটের গেটে তালা ঝুলিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন।
আন্দোলনরতদের অভিযোগ, আজ সকাল ১১টার দিকে কয়েকজন শিক্ষক তাদের তালা খুলে দিতে বলেন, অন্যথায় পুলিশ ডাকার হুমকি দেন। এরপরই বিএসসি নার্সদের একটি দল লাঠি, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান।
আরও পড়ুন: বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণের দাবিতে প্রশাসনিক ভবনে তালা
তারা বলেন, বিএসসি নার্সদের ওই হামলায় লিমা রায়, রুহুল আমিন, পায়েল হালদারসহ চারজন গুরুতর আহত হন। পরে আন্দোলনরত নার্সরা সংঘবদ্ধ হয়ে ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়। এই হামলার প্রতিবাদে পরবর্তী সময়ে বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলনকারীরা।
এ বিষয়ে কলেজ প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কথা বলতে রাজি হননি।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিক্ষকরা আন্দোলনরতদের সঙ্গে আলোচনা করছেন।
শিগগিরই সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন এই পুলিশ কর্মকর্তা।