বরিশাল বিভাগে নতুন করে করোনায় একদিনে ১৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৮৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৭৫২ জনে এবং মৃত্যুর সংখ্যা ৪২৮ জন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ২৯ হাজার ৭৫২ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ৯৬৪ জন।
আরও পড়ুন: সিলেটে করোনায় ১০ মৃত্যু, শনাক্ত ৪৪০
এদিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে দশ জনের এবং করোনা ওয়ার্ডে ছয় জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৭৩৪ জন এবং করোনা ওয়ার্ডে ২৮৩ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা যাওয়া ৭৩৪ জনের মধ্যে ৭১ জনের করোনা টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।
আরও পড়ুন: লালমনিরহাটে করোনায় ইউপি সচিবের মৃত্যু
শেবাচিম হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় (সোমবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২৩ জন ও করোনা ওয়ার্ডে ২৪ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২৮৩ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ১৬৬ জন করোনা ওয়ার্ডে এবং ১১৭ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৯০ জন করোনা পরীক্ষা করান। শনাক্তের হার ৪৬ দশমিক ৮৪ শতাংশ।