বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮৪ জনের করোনা শনাক্ত হয়েছেন। এনিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৩৯৯ জন।
একই সময়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৯ ও করোনায় চার জনের মৃত্যু হয়েছে। গেল ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে পিরোজপুর জেলায় ৫ ও বরিশালের চার জনসহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিভাগে ৩৪৪ জন করোনায় মারা গেছেন বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।
আরও পড়ুন: ১০ দিনে রামেকের করোনা ইউনিটে মৃত্যু ১৭১
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ২১ হাজার ৩৯৯ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৬৯৪ জন। বরিশাল বিভাগের মধ্যে পটুয়াখালী জেলার ২ হাজার ৭৮৬ জন, ভোলার ২ হাজার ২২১, পিরোজপুরের ২ হাজার ৯৪৩ জন, বরগুনায় ১ হাজার ৭৮০ ও ঝালকাঠি জেলায় নতুন ১৯ জন শনাক্ত নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৮৪ জন।
এদিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শেবাচিম হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৯ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২২৯ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৫৮৮ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৫৮৮ জনের মধ্যে ২২ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।
আরও পড়ুন: কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে আরও ১৮ মৃত্যু
ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় (শনিবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৩৯ জন ও করোনা ওয়ার্ডে ২৩ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে ২৮৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৭৩ জনের করোনা পজিটিভ এবং ২১১ জন আইসোলেশনে রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৯৯ জন করোনা পরীক্ষা করানো হয়েছে। যার মধ্যে শনাক্তের হার ৬৫ দশমিক ৮২ শতাংশ ।