করোনা মহামারিতে এরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গত ৪ মাস ধরে আটকা ছিলেন।
নতুন শর্ত মেনে গত ১৮ আগস্ট থেকে ভারতীয়রা নিজ দেশে ফিরতে শুরু করেন। একই সময়ে ভারত থেকে দেশে এসেছেন ৪৮১ জন বাংলাদেশি।
বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, করোনাভাইরাস সংক্রমণের কারণে ২৭ মার্চ থেকে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার। এতে করে ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরা বাংলাদেশে আটকা পড়েন। ১৮ আগস্ট ভারতীয় হাই কমিশনারের অনুমতিপত্র ও ৭২ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভারতে প্রবেশের শর্ত দেয় ভারত সরকার। এ শর্ত মেনে গত ১৮ আগস্ট সকাল থেকে ভারতে ফিরে যেতে শুরু করেন ভারতীয় নাগরিকরা।
ফিরে যাওয়া ভারতীয় নাগরিকদের একজন গঙ্গাধর। তিনি বলেন, ‘আমার বাড়ি দার্জিলিং শহরে। চলতি বছরের মার্চ মাসে ফরিদপুর রাজবাড়ীতে এক আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে আটকে পড়ে। দীর্ঘদিনের এ আতিথিয়তা সারা জীবনেও ভুলবো না। আসলেই বাংলাদেশিরা খুবই উদার মনের।’
বেনাপোল আন্তর্জাতিক পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব বলেন, ভারত সরকারের নির্দেশে বাংলাদেশে আটকা পড়া ভারতীয় নাগরিকরা দেশে ফিরে যাচ্ছেন। বাংলাদেশি যাত্রীরাও অনেকে শর্তসাপেক্ষে ভারতে প্রবেশ করছেন। তবে ভারত থেকে ফেরা যাত্রীর সংখ্যা দিন দিন কমে আসছে।