এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৫ জন হোম কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন। বুধবার পর্যন্ত তিন হাজার ৪৩৪ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে।
অন্যদিকে জেলায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জারি করা নিষেধাজ্ঞা অমান্য করায় মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৭ জনকে অর্থদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার) মো. মিজানুর রহমান জানান, ১ মার্চ থেকে ৫ মে পর্যন্ত বিভিন্ন দেশ থেকে তিন হাজার ৯৯২ জন প্রবাসী বাগেরহাটে আসেন। এদের অধিকাংশই পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এসেছেন। বর্তমানে জেলার বিভিন্ন এলাকায় তিন হাজার ৮৬৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামান জানান, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে জেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসনের ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মঙ্গলবার ১৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ওই সব মামলায় আসামি করা হয়েছে ১৭ জনকে। জারি করা নিষেধাজ্ঞা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা ওই ১৭ জনকে অর্থদণ্ড দিয়েছেন।