শহরের বিভিন্ন সড়কে মানুষের আনাগোনা অনেক কম। কোনো কোনো সড়কে মানুষের চলাচল নেই বললেই চলে।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে ঘুরে ইউএনবির এই প্রতিনিধি দেখেন, সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষ চলাফেরা করছে। তবে, সন্ধ্যা ৭টার দিকে শহরের বিভিন্ন সড়কে মানুষের চলাচল একেবারে ছিল না বললেই চলে। বন্ধ রয়েছে শহরের বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানও।
শহরের বিভিন্ন সড়কে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যদের শহরে টহল দিতে দেখা গেছে। দিনে-রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে। এছাড়া পুলিশ সদস্যরা বিভিন্ন এলাকায় নিয়ম করে টহল দিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘরে থাকার জন্য মানুষকে পরামর্শ দিয়ে যাচ্ছে।
পাশাপাশি, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে শহরে মাইকিং করা হচ্ছে। প্রতি ওয়াক্তের নামাজে পাঁচজন এবং জুমার নামাজে ১০ জন মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে বলে জানানো হচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সাধারণ মুসলমানদের নিজ নিজ বাসায় নামাজ আদায় করার জন্য অনুরোধ করা হচ্ছে।