সুনামগঞ্জের তাহিরপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।
শনিবার দুপুরে তাহিরপুরের বদাঘাট সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল মিয়া (২৯) তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের আফাজুদ্দিনের ছেলে।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম জানান, ভারতের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ের মাটি ধসে গাছপালা পানিতে ভেসে যাচ্ছে। প্রবল স্রোতে সেই ভাসমান গাছপালা নিম্নাঞ্চলের দিকে আসতে দেখে শনিবার দুপুরের দিকে অন্যান্যদের সাথে জুয়েল মিয়াও নৌকা নিয়ে যাদুকাটা নদীতে স্রোতে ভেসে আসা গাছপালাগুলো আনতে যায়। এসময় সে আন্তজার্তিক সিমারেখা অতিক্রম করে ভারত সীমান্তের ১০০-১৫০ গজ ভেতরে প্রবেশ করে। দেখামাত্রই তার ওপর গুলি চালায় বিএসএফ।
পেটে গুলিবিদ্ধ অবস্থায় কয়েকজন জুয়েলকে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শনিবার রাত আনুমানিক ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।