বাগেরহাটে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে ভ্রাম্যমান আদালত ৪১ জনকে জরিমানা করেছে। এসময় তাদের কাছ থেকে ৩৯ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ৭ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জেলার ৯টি উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করছেন।
আরও পড়ুনঃ বিধিনিষেধ অমান্য করায় সিলেটে ৯২ যানবাহন জব্দ
এদিকে দ্বিতীয় দফায় কঠোর বিধিনিষেধের ৭ম দিন বৃহস্পতিবার বাগেরহাটের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। তবে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় বাজারগুলোতে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। মানুষ নানা অজুহাতে রাস্তায় বের হচ্ছে। অলিগলিতে চলছে মানুষের আড্ডা।
আরও পড়ুনঃ বিধিনিষেধের মধ্যে শিল্প কারখানা খুললে আইনানুগ ব্যবস্থা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো.শাহীনুজ্জামান জানান, সরকারি বিধিনিষেধ বাস্তবায়ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জেলার ৯টি উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন। গত ২৪ ঘণ্টায় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জেলায় ১১টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযান চালাকালে ৪১ জনকে অর্থদন্ড এবং ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়। সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং মাস্ক ব্যবহার না করার অপরাধে তাদের বিরুদ্ধে এই শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এসময় তাদের বিরুদ্ধে ৪১টি মামলা দায়ের করা হয়।
আরও পড়ুনঃ লকডাউন: বিধিনিষেধ না মানায় কুমিল্লায় ২৭৯ জনকে জরিমানা