বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৭৫ লাখ টাকা মূল্যের আটটি স্বর্ণের বার উদ্ধারের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পুটখালী সীমান্তের সজলের মোড় নামক স্থান থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান বলেন, খবর পেয়ে তারা বিজিবির একটি টহল দল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পুটখালী সীমান্তে অভিযান চালায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সজলের মোড় এলাকায় কালো কাপড়ে মোড়ানো একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, ব্যাগের ভেতর থেকে প্রায় ৯৩৮ গ্রাম ওজনের আটটি স্বর্ণের বার পাওয়া গেছে।
উল্লেখ্য, বিজিবি গত ১৩ মাসে এ পর্যন্ত ২৩টি অভিযানে ৬৬ কেজি স্বর্ণ জব্দ করেছে এবং এসবের সঙ্গে জড়িত ২৩ জনকে আটক করেছে।
আরও পড়ুন: খুলনায় জুতার ভিতর থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার, আটক ২