ব্রাহ্মণবাড়িয়া, ২৬ জুন (ইউএনবি)- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জন্য নির্মিত ভবণটি উদ্বোধনের আগেই ভেঙে গেছে।
বাংলাদেশ সরকারের ক্রীড়া সংস্থার তহবিল থেকে বরাদ্দকৃত প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবন দুটির নির্মাণ কাজ শেষ হতে না হতেই নিচের মাটি সরে চারপাশের ফ্লোর ভেঙে পড়েছে।
এতে ভবন দুটি মারাত্মক ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
এসকে স্টার ও অন্তরঙ্গ স্পোর্টিং ক্লাবের ক্রীড়াবিদরা জানান, নিম্নমানের মালামাল দিয়ে ভবনের কাজ করায় এই বেহলা দশা।
সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম পরিদর্শন করে উদ্ভুত পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেন।
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এএসএম মোসা বলেন, ‘বিষয়টি আমি সরেজমিনে দেখে সিডিউল মোতাবেক কাজ সম্পন্ন করে আমাকে বুঝিয়ে দিতে সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দিয়েছি।’