ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি হাসপাতালে ৩টি ফুটফুটে যমজ কন্যা শিশুর জন্ম দিয়েছেন সুমাইয়া আক্তার নামের এক প্রসূতি।
সোমবার জেলা শহরের টেংকেরপাড় স্ট্যান্ডার্ড হাসপাতালে শিশু ৩ টির জন্ম হয়।
আরও পড়ুন: যশোরে জোড়া লাগা যমজ কন্যা শিশুর জন্ম
সুমাইয়া আক্তার জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুরের আল আমিন মিয়ার স্ত্রী।
ওই প্রসূতিকে গাইনি চিকিৎসক কাজী লুৎফুন্নাহার লুৎফা সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুগুলোকে জন্ম দেন।
আরও পড়ুন: পাবনায় জোড়া লাগা যমজ শিশুর জন্ম
চিকিৎসক কাজী লুৎফুন্নাহার লুৎফা জানান, সোমবার সকালে ওই প্রসূতির শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতালে নিয়ে আসেন। আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে আগেই জানা ছিল তার গর্ভে তিনটি শিশু আছে। হাসপাতালে আনার পর পেটে শিশু গুলোর নড়াচড়া কম ছিল ও প্রসূতির প্রেসার বেশি ছিল। তাই দ্রুত সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনটি কন্যা শিশু ভূমিষ্ট হয়।
আরও পড়ুন: জোড়া মাথার যমজ রাবেয়া, রোকেয়া সফল অস্ত্রোপচারের পর বাড়ি ফিরল
তিনি আরও বলেন, একটি শিশু ২ কেজি ২০০ গ্রাম, আরেকটি ২ কেজি ও অপরজন ১ কেজি ৯০০ গ্রাম ওজনে জন্ম নিয়েছে। তুলনামূলক ভাবে আলহামদুলিল্লাহ শিশুগুলোর শারীরিক অবস্থা ভাল আছে। তবে ১ কেজি ৯০০ গ্রামের শিশুটির শারীরিক অবস্থা একটু দুর্বল। প্রসূতিও অনেক ভাল আছেন।
শিশুগুলোর পিতা আল আমিন মিয়া জানান, আমাদের বিয়ে হয়েছে প্রায় ১১ বছর আগে। আমাদের আরও ২ টি কন্যা সন্তান আছে। নতুন সন্তানদের আগমনে আমি খুশি।