ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের পৃথক দুটি অভিযানে প্রায় দেড় লাখ টাকা মূল্যের মাদক জব্দ করা হয়েছে। এ সময় মো. আব্বাস নামে এক যুবককেও আটক করা হয়।
সোমবার (৯ জুন) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
আটক মো. আব্বাস (৩৮) ভোলার সদর উপজেলার সামান্দা ইউনিয়নের সামান্দা গ্রামের বাসিন্দা।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন জানান, রবিবার (৮ জুন) দিবাগত রাত ৩টার দিকে কোস্ট গার্ড ও পুলিশের সমন্বয়ে ভোলার সদর উপজেলার ইলিশা ও সামান্দা ইউনিয়নে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১ লাখ ৪১ হাজার ৫০০ টাকা মূল্যের ২৭৪ পিস ইয়াবা, ১৫ গ্রাম গাঁজা ও নগদ ১২ হাজার ৮৪৫ টাকাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আরও পড়ুন: মাটিরাঙ্গায় ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
জব্দ হওয়া সব আলামতসহ মাদক ব্যবসায়ীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে, যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।