মাদক জব্দ
মেহেরপুরে যৌথ অভিযানে মাদক জব্দ, আটক ৪
মেহেরপুরে যৌথ বাহিনীর পৃথক দুটি যৌথ অভিযানে মাদক বহনের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে তাদের পৃথক স্থান থেকে আটক করে।
অভিযানে অংশ নেয় সেনা সদস্য, বিজিব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটকরা হলেন- কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ভাগজাতপুর গ্রামের ইসমাইল মন্ডলের স্ত্রী তিলোক জান (৪৫), একই উপজেলার মুন্সিগঞ্জ অক্টোর নগর গ্রামের আসমত ব্যাপারীর স্ত্রী কোহিনুর খাতুন (৫০), মেহেরপুরে গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামের নবীনপুরের ইন্তাজুল হোসেন ওরফে ইন্তা (৪৮) ও একই গ্রামের জয়নাল আবেদীন(৪৬)।
আরও পড়ুন: সিলেটে দুই ট্রাকবোঝাই ৪৩০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ৩
মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেম জানান, মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনা সদস্য ২৭ আর্টিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন রওশনের নেতৃত্বে মেহেরপুর কুষ্টিয়া সড়কের জোড়পুকুরিয়া নামক স্থানে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা, তিনটি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার টাকা, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ব্যাটারিচালিত পাখি ভ্যানসহ তিলোক জান, কোহিনূর খাতুন ও ইন্তাজুলকে আটক করে।
পরে সাহারবাটি ডিসি ইকো পার্কের গুচ্ছগ্রামের জয়নাল আবেদীনের বাড়িতে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা, ১৭ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রয়ের নগদ ২ লাখ ৫৬ হাজার টাকা জব্দ করে।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার আগে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, ‘যৌথবাহিনীর অভিযানে আটকদের থানায় হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়ায় মাদকচক্রদের আদালতে সোপর্দ করা হবে।’
আরও পড়ুন: ৪৭ প্রতিষ্ঠানকে জরিমানাসহ ৪০৪৪ কেজি পলিথিন জব্দ
১ মাস আগে
সিলেটে ২৮ লক্ষাধিক টাকার মাদক জব্দ, গ্রেপ্তার ৩
সিলেটের গোলাপগঞ্জে ২৮ লক্ষাধিক টাকার মাদক জব্দ করেছে পুলিশ। এসময় ৩ জন মাদক কারবারিকেও গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ ফুলবাড়ি পূর্বপাড়া এলাকায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো - দক্ষিণ সুরমার বলদি এলাকার মৃত নানু মিয়ার ছেলে এনাম আহমদ (৪৬), সহযোগী নগরীর কুমারপাড়া এলাকার মৃত ইয়াসির আলী উরফে আব্দুল হকের ছেলে সিরাতুল আম্বিয়া টিপু (৪০) ও ফজর আলী।
আরও পড়ুন: ফরিদপুরে মাদক মামলায় পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন
শুক্রবার (৫ জুলাই) বিকাল সাড়ে ৩টায় প্রেস ব্রিফিংয়ের বিষয়টি তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) সজল কুমার সরকার।
পুলিশ জানায়, গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ একটি প্রাইভেটকারে তল্লাশি করে ট্রলি ব্যাগ ও স্কুল ব্যাগে থাকা ৮ হাজার ২০০ পিস ইয়াবা ও ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
এছাড়াও নগদ ১ লাখ ২ হাজার ২০০ টাকা ও মাদক ব্যবসায়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।
এসময় বিদেশগামী যাত্রীর ছদ্মবেশধারী মাদক কারবারি এনাম ও টিপুকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামি ফজর আলীকে দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমীন জানান, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। গ্রেপ্তারের পর শুক্রবার বিকালে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
৫ মাস আগে
সেপ্টেম্বরে বিজিবি ১৯২ কোটি টাকার মাদক জব্দ করেছে: বিজিবি
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত সেপ্টেম্বর মাসে সারাদেশে অভিযান চালিয়ে ১৯২ কোটি টাকা মূল্যের অস্ত্র, গোলাবারুদ, মাদক ও অন্যান্য নিষিদ্ধ দ্রব্য জব্দ করেছে।
অন্যদিকে, গত আগস্টে বিজিবি ২১৫ কোটি টাকার মালামাল জব্দ করেছিল। যা গত সেপ্টেম্বরের তুলনায় ২২ কোটি ৮১৩ লাখ টাকা বেশি ছিল।
আরও পড়ুন: আগস্ট মাসে ২১৫.২৯ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে: বিজিবি
১ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে- ৮ লাখ ৬৯ হাজার ৫৫৭ পিস ইয়াবা, ১০ দশমিক ৯৯১ কেজি ক্রিস্টাল মেথ, ১১ হাজার ৭০৬ বোতল ফেনসিডিল, ২৩ হাজার ৮৩৯ বোতল বিদেশি মদ, ৫ হাজার ৭১৯ ক্যান বিয়ার, ১ হাজার ২১২ কেজি গাঁজা, ৩০ দশমিক ৪১৫ কেজি হেরোইন, ৪ লাখ ৫৩ হাজার ১০৬ প্যাকেট সিগারেট ও বিড়ি জব্দ করা হয়।
শরিফুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৩ হাজার ১০৬টি বিভিন্ন ধরনের ওষুধ এবং ১ হাজার ৪৪৮টি অন্যান্য ট্যাবলেট রয়েছে।
অন্যান্য চোরাচালান সামগ্রীর মধ্যে রয়েছে- ৩১ কেজি ১৯ কেজি স্বর্ণ, ২৬ দশমিক ৭০৬ কেজি রূপা, ৫ লাখ ৬৯ হাজার ৪৬৮টি কসমেটিকস, ১৯ হাজার ৫৬টি নকল জুয়েলারি, ২৪ হাজার ৩১২টি শাড়ি, ১০ হাজার ৮০৬টি থ্রিপিস/শার্ট-পিস/বিছানার চাদর/কম্বল, ১ হাজার ৭২০ সিএফটি কাঠ, ৬ হাজার ৫৩৫ কেজি চা পাতা, ১ লাখ ১৮ হাজার ৯১০ কেজি কয়লা, ১১টি হার্ড রকের প্রতিমা, ৫টি পিকআপ ভ্যান, ৫টি পিকআপ ভ্যান এবং ৬টি পিকআপ ভ্যান।
জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- চারটি পিস্তল, বিভিন্ন ধরনের ৯টি বন্দুক, সাতটি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি।
সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৫৬ জন চোরাকারবারিকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৭৯ জন বাংলাদেশি নাগরিক, ৪ জন ভারতীয় নাগরিক এবং মিয়ানমারের ১৩১ জন নাগরিককে আটক করা হয়েছে।
আরও পড়ুন: নিষ্ঠার সঙ্গে দেশের জন্য দায়িত্ব পালন করুন: বিজিবি মহাপরিচালক
৪ দিনব্যাপী বিজিবি-বিএসএফ আঞ্চলিক কমান্ডার পর্যায়ের সম্মেলন শুরু
১ বছর আগে
গাজীপুরে বিদেশি পিস্তল ও মাদক জব্দ, যুবক গ্রেপ্তার
গাজীপুরের কাশিমপুরে বিদেশি পিস্তল ও মাদক জব্দ করা হয়েছে। এ সময় এক যুবককে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ।
রবিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার রেজওয়ান আহম্মেদ।
গ্রেপ্তার জাহিদুল ইসলাম নগরের কাশিমপুর থানার সারদাগঞ্জ পুকুরপাড় এলাকার হাবিবুর রহমানের ছেলে।
উপপুলিশ কমিশনার জানান, গোপন সাংবাদের ভিত্তিতে শনিবার বিকালে গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ম্যাগাজিন,চাইনিজ কুড়াল ও বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দ করা হয়। এসময় একই এলাকার লাবিব মোল্লার ছেলে আজিজ মোল্লা পালিয়ে যান।
আরও পড়ুন: সীতাকুণ্ডে ২০০ বোতল বিদেশি মদ ও প্রাইভেটকার জব্দ
যশোরে অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ, আটক ১
১ বছর আগে
বরগুনায় মাদক জব্দ, বরখাস্ত পুলিশ সদস্য আটক
বরগুনায় মাদকসহ বরখাস্ত হওয়া এক পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা (ডিবি পুলিশ)।
শনিবার বেলা ১২টার দিকে বরগুনা সদর উপজেলার ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি এলাকা থেকে মাদকসহ ওই পুলিশ সদস্যকে আটক করে ডিবি পুলিশ।
আরও পড়ুন: দিনাজপুরে জামায়াত শিবিরের ৭ নেতাকর্মী আটক
আটক ওই পুলিশ সদস্য আমড়াঝুড়ি এলাকার আলো শিকদারের ছেলে কাওসার শিকদার।
কাওসার শিকদার বরখাস্ত হওয়ার পূর্বে বরিশাল জেলা পুলিশের সঙ্গে যুক্ত ছিলেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খানের নেতৃত্বে এসআই জাহিদুল ইসলাম অভিযান পরিচালনা করেন। বরখাস্ত হওয়া পুলিশ সদস্য কাওসারকে আমড়াঝুড়ি এলাকায় তার বাড়ির সামনে থেকে আটক করে ডিবি পুলিশ।
এসময় কাওসারের সঙ্গে থাকা পলিব্যাগে মোড়ানো অবস্থায় দুই কেজি গাজা উদ্ধার করে ডিবি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশের চাকরির আড়ালে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিলো বরখাস্ত হওয়া ওই পুলিশ সদস্য।
বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) -এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই কেজি গাজাসহ কাওসারকে আটক করতে সক্ষম হই।
এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে মিছিল বের করার সময় জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মী আটক
নওগাঁয় ডাকাত দলের ৭ সদস্য আটক
১ বছর আগে
টেকনাফে মাদক জব্দ, যুবক আটক
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে এক কেজির বেশি ক্রিস্টাল মেথামফেটামিন এবং ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। একই সময় এক যুবককে আটকের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক মো. ফারুক (৩০) উপজেলার নূর আহমদের ছেলে।
বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি-২ এর একটি দল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় নাফ নদীতে মিয়ানমার থেকে আসা একটি নৌকাকে জব্দ করে এবং এই সময় ফারুক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে স্বামীকে ফাঁসাতে ইয়াবা ক্রয়, নারী আটক
পরে তার কাছ থেকে ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি সদস্যরা।
এদিকে হিনলা আবরাং এলাকায় পরবর্তী অভিযান চালিয়ে পাঁচ কোটি ৯০ লাখ টাকা মূল্যের এক কেজি ছয় গ্রাম ক্রিস্টাল মেথামফেটামিন এবং ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
আরও পড়ুন: নাটোরে ‘বাইকার গ্রুপের’ ৫ সদস্য আটক
জিজ্ঞাসাবাদে ফারুক বিজিবি সদস্যদের কাছে মাদকের কথা জানালে তার তথ্যে ভিত্তি অভিযান চালানো হয়।
২ বছর আগে
ফরিদপুরে গ্রেপ্তার ৭, অস্ত্র ও মাদক জব্দ
ফরিদপুরে সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চালিয়ে জেলা সদর উপজেলার হাবেলী গোপালপুর ডগ বস্তির উত্তর পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে অস্ত্র ও মাদক জব্দের দাবি করেছে ডিবি পুলিশ।
এ বিষয়ে রবিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
আরও পড়ুন: পাওনা টাকার জন্য নির্যাতনে আহত যুবকের মৃত্যু, নবনির্বাচিত ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২
গ্রেপ্তরারা হলেন- রায়েব আলী সর্দার (৪০), পিন্টু সর্দার (৩৬), আশরাফুল শেখ, মিজান শেখ, আলেপ মন্ডল ওরফে সাগর (৩০), শেখ মোশাররফ ওরফে মুছা (৩০) ও মোশারফ হোসেন ওরফে মুসা (৪০)। তাদের বাড়ি জেলার বিভিন্ন এলাকায়। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় পিস্তল, একটি খেলনা পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রামদা, একটি বড় ছুরা ও ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বেনাপোলে গ্রেপ্তার ১,গাঁজা জব্দ
সুমন রঞ্জন আরও বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে নতুন মামলা করেন।
২ বছর আগে
সুনামগঞ্জে মাদক জব্দ, ‘ভুয়া পুলিশ’ আটক
সুনামগঞ্জের একটি আবাসিক এলাকা থেকে আব্দুল জব্বার নামে এক ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। এই সময় তার কাছ থেকে ৩৬ পিস ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা, পুলিশের জ্যাকেট ও নেমপ্লেট উদ্ধারের দাবি করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার দুপুরে পৌর শহরের জামতলা আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শিপলু পাবেল (২৮) সুনামগঞ্জ সদর থানার আরপিনগর গ্রামের মৃত সরাব মিয়ার ছেলে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে তানিয়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার
জানা গেছে, র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার সিঞ্চন আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকরামুল আহাদের নেতৃত্বে র্যাবের একটি দল তাকে আটক করে।
র্যাব-৯ মেজর মাহফুজুর রহমান জানান, শিপলু পাবেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি ভুয়া পুলিশ হয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
আরও পড়ুন: হত্যা মামলায় কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেপ্তার: র্যাব
২ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে আট মাসে ১২ কোটি টাকার মাদক জব্দ
চাঁপাইনবাবগঞ্জ, ০২ সেপ্টেম্বর (ইউএনবি)- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত আট মাসে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে ১২ কোটি টাকার ভারতীয় মাদকদ্রব্য ও ১৮টি আগ্নেয়াস্ত্র জব্দ করেছে।
৫ বছর আগে