বুধবার মন্দির কমিটির সভাপতি সত্য প্রসাদ বোরহানউদ্দিন থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক শরিফুল ইসলাম।
মামলার বিবরণী অনুযায়ী, গত রবিবার (২০ অক্টোবর) বোরহানউদ্দিনে একদল যুবক হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাঙচুর করে এবং লুটপাটের পরে ৮-১০টি ঘরে আগুন ধরিয়ে দেয়।
তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এক যুবকের শাস্তির দাবিকে কেন্দ্র করে গত রবিবার ভোলার বোরহানউদ্দিনে পুলিশ ও আন্দোলনরত স্থানীয়দের সংঘর্ষে চারজনের মৃত্যু ও প্রায় ২০০ জন আহতের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, বিপ্লব চন্দ্র শুভ নামে এক যুবকের ফেসবুক আইডি হ্যাক করে সেখান থেকে আল্লাহ ও মহানবীকে কটূক্তি করে বিভিন্ন জনের কাছে পাঠানো মেসেজকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়।