মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় পুকুরে ডুবে কুলসুম (৪) ও তাসিম (৩) নামে দুইটি শিশু নিহত হয়েছে। শনিবার (৭ জুন) দুপুর দিকে মহম্মদপুর উপজেলায় নহাটা ইউনিয়নের রামদেবপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো— রামদেবপুর গ্রামের নুর আলীর মেয়ে কুলসুম (৪) ও কাদের মন্ডলের ছেলে তাসিম (৩)।
স্থানীয়রা জানান, খেলার ছলে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পানিতে পড়ে যায় শিশু দুটি। পানিতে পড়ে হাবুডুবু খেতে দেখে স্থানীয় লোকজন পানিতে নেমে প্রথমে তাসিমকে ও পরে ডুবন্ত অবস্থায় কুলসুমকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসক কুলসুমকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বেনাপোলে ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্বে বোমার আঘাতে নিহত ১
পরে তাসিমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাসিমকেও মৃত ঘোষণা করা হয়।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ‘এ ঘটনায় দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’