করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাগুরায় বুধবার সকালে এক যুবকের মৃত্যু হয়েছে।
মৃত মো. লিটন (৩২) মাগুরা সদর উপজেলার রায়গ্রামের বাসিন্দা। এনিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল আটজনে।
মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, ওই যুবক গত দুদিন আগে করোনায় আক্রান্ত হয়ে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে, মাগুরা জেলায় মোট ৩৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭৩ জন।