নিবন্ধন না থাকাসহ বিভিন্ন ধরনের অব্যবস্থাপনার অভিযোগে মাগুরায় একটি বেসরকারি ক্লিনিক, তিনটি বেসরকারি হাসপাতাল ও তিনটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
প্রতিষ্ঠানগুলো হলো -মাগুরা শহরের ভায়না টিটিডিসি পাড়ার নিউ একতা ক্লিনিক, শহরের হাজী আব্দুল হামিদ সড়কের মা প্রাইভেট হাসপাতাল, একই এলাকার মাগুরা কিংস্ প্রাইভেট হাসপাতাল, একই এলাকার মাগুরা কুইন্স ডায়াগনস্টিক সেন্টার, শহরের হাসপাতাল পাড়ার গ্রামীণ ডায়াগনস্টিক সেন্টার, একই এলাকার দি ল্যাবস্ক্যান ডায়াগনস্টিক সেন্টার ও পিটিআই সড়কের দেশ প্রাইভেট হাসপাতাল।
মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, শুক্রবার দুপুরে তিনি স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে পরিদর্শনকালে এসব প্রতিষ্ঠানের সরকারি কোনো নিবন্ধন নেই মর্মে দেখতে পান। পাশাপাশি চিকিৎসক, সেবিকাসহ প্রয়োজনীয় জনবল নেই এবং যথাযথ বর্জ্য ব্যবস্থাপনাও নেই। এ কারণে সন্ধ্যায় অভিযান চালিয়ে এগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।