জেলা স্বাস্থ্য বিভাগ
নাটোরের দুই পৌর এলাকায় ৭ দিনের সর্বাত্মক লকডাউন শুরু
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নাটোর সদর পৌরসভা ও সিংড়া পৌরসভায় বুধবার থেকে শুরু হয়েছে ৭ দিনের সর্বাত্মক লকডাউন।
লকডাউন কার্যকরে পুলিশ সুপার লিটন কুমার সাহার নেতৃত্বে বুধবার সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেয় পুলিশ। বন্ধ করে দেয়া হয় সকল সড়ক ও গলিপথ।
আরও পড়ুন: চুয়াডাঙ্গার সীমান্তবর্তী ১০ গ্রামে লকডাউন শুরু
৭ দিনের সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে ওষুধের দোকান ব্যতীত বন্ধ রয়েছে হোটেল, রেস্তোরাসহ সব ধরনের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। জরুরি পণ্যবাহী যান ছাড়া বন্ধ রয়েছে অভ্যন্তরীণ সব ধরনের যান চলাচল। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় ঢিলেঢালা লকডাউন, করোনায় আরও একজনের মৃত্যু
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শনাক্ত বিবেচনায় আগের তুলনায় সংক্রমণের হার সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রায় অর্ধেকে নেমে শতকরা ২৬ ভাগে দাঁড়িয়েছে। অর্থাৎ ১৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। আগের ২৪ ঘণ্টা এই হার ছিল ৬২ ভাগ।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে লকডাউনের ১২তম দিনে মৃত্যু ৯, শনাক্ত ১০৭
১৬৬৮ দিন আগে
নাটোর ও সিংড়া পৌরসভায় ৭ দিনের লকডাউন শুরু
নাটোরের নাটোর ও সিংড়া পৌরসভায় ৭ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে।
বুধবার সকাল থেকে ১৫ জুন পর্যন্ত ৭ দিনের জন্য ২ পৌরসভার সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার মধ্যরাতে নাটোরের জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে জরুরী ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয় হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গার সীমান্তবর্তী ১০ গ্রামে লকডাউন শুরু
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নাটোর জেলায় সংক্রমনের হার ছিল ৬২ ভাগ। এর মধ্যে পৌর এলাকায় আক্রান্তের হার সর্বাধিক। সভায় সকলের মতামতের ভিত্তিতে নাটোর ও সিংড়া পৌরসভায় ১৫ জুন পর্যন্ত ৭ দিনের লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন: সাতক্ষীরায় ঢিলেঢালা লকডাউন, করোনায় আরও একজনের মৃত্যু
সভার সিদ্ধান্ত অনুযায়ী, এসময় ওষুধ সহ জরুরী সেবা ব্যাতিত সকল কিছু বন্ধ থাকবে। লকডাউন চলাকালীন সময়ে জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবেনা।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে লকডাউনের ১২তম দিনে মৃত্যু ৯, শনাক্ত ১০৭
সভায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ৩ জন সংসদ সদস্য, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
১৬৬৯ দিন আগে
কুমিল্লায় আরও ৭৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে এবং আরও ৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
সোমবার বিকালে কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য জানান।
আরও পড়ুন: করোনায় দেশে একদিনে প্রথম শতাধিক মৃত্যু, শনাক্ত ২৩.৩৬ শতাংশ
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সোমবার ৭৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৪৩ জন, আদর্শ সদরে সাতজন সদর দক্ষিণ উপজেলায় ১ জন, বুড়িচং উপজেলায় ২ জন, ব্রাহ্মণপাড়ার ১ জন, চান্দিনার ৪ জন, চৌদ্দগ্রামের ৩ জন, লাকসামের ৪ জন, বরুড়ার ৮ জন, দাউদকান্দির ২ জন, হোমনার ১ জন, লালমাই ১ জন ও মুরাদনগর উপজেলার ১ জন রয়েছেন।
আরও পড়ুন: ভ্যাকসিন সংকটের মাঝেই ব্রাজিলের করোনা পরিস্থিতির অবনতি
গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জন পুরুষ করোনায় মারা গেছেন। নিহতরা চান্দিনা ও চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা। উভয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
আরও পড়ুন: করোনায় দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড
কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, কুমিল্লায় দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সবাইকে আরও সতর্ক থাকতে হবে। সোমবার পর্যন্ত কুমিল্লায় ১১ হাজার ৩৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৪৬ জন।
১৭১৯ দিন আগে
মাগুরায় নিবন্ধনবিহীন ৭ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
নিবন্ধন না থাকাসহ বিভিন্ন ধরনের অব্যবস্থাপনার অভিযোগে মাগুরায় একটি বেসরকারি ক্লিনিক, তিনটি বেসরকারি হাসপাতাল ও তিনটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
১৮৭৫ দিন আগে
নড়াইলে নতুন করে ৩২ জনের করোনা শনাক্ত
নড়াইল জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট ৭৩২ জনের করোনা শনাক্ত হলো।
১৯৮১ দিন আগে
করোনা: বগুড়ায় ৩০২২টি নমুনা পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষা
বগুড়া জেলায় বর্তমানে ৩০২২ নমুনা নমুনা পরীক্ষার অপেক্ষায় রয়েছে।
২০১১ দিন আগে
করোনা পরীক্ষায় সুনামগঞ্জে ১৯ জনের নমুনা সংগ্রহ
সুনামগঞ্জে করোনাভাইরাস পরীক্ষার জন্য ১৯ জনের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
২০৯৯ দিন আগে
কোভিড-১৯: শেরপুরে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাসহ ১০ জনের নমুনা সংগ্রহ
করোনাভাইরাসের উপসর্গ সন্দেহে পরীক্ষার জন্য শেরপুরে ঝিনাইগাতী উপজেলা প্রাণিসম্পদ বিভাগের এক কর্মকর্তাসহ ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
২১০০ দিন আগে