রবিবার দুপুরে লালমোহনের নাজিরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চর টিটিয়া গ্রাম থেকে ওই ইউনিয়নের ইউপি সদস্য জুয়েলের ঘরের মাটি খুঁড়ে ও লাকরি রাখার ঘর থেকে ৭ বস্তা চাল উদ্ধার করা হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউপি সদস্য জুয়েলের বাড়িতে সরকারি খাদ্য বিভাগের সিল মারা ৭ বস্তা চাল উদ্ধার করেন। এ সময় ইউপি সদস্য জুয়েলকে না পেয়ে তার বাবা আবদুর রাজ্জাক নান্নু হাওলাদারকে আটক করা হয়।
এছাড়া শনিবার অভিযান চালিয়ে লালমোহনের বদরপুর ইউনিয়ন পরিষদের পাশ থেকে বিভিন্ন বাসা-বাড়িতে ও সমিলের কাঠের গুড়োর মধ্যে লুকিয়ে রাখা সরকারি ১৫ বস্তা চাল উদ্ধার করে ট্যাগ অফিসার ও পুলিশ। সরকারি চাল উদ্ধার করার ঘটনায় ওই ইউনিয়নের চেয়ারম্যানের ভাতিজা ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ওমর ফারুককে নিজ বাড়ি থেকে আটক করে জেলহাজতে পাটানো হয়েছে।