বৃহস্পতিবার সকালে পৌরসভার সামনে অর্ধ শতাধিক পরিচ্ছন্নকর্মীর মাঝে পিপিই, গামবুট, হ্যান্ডগ্লাভস ও মাস্ক বিতরণ করেন পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম।
তিনি জানান, করোনা মোকাবেলায় শুরু থেকেই মানিকগঞ্জ পৌরসভার উদ্যোগে নানান ব্যবস্থাপনা নেয়া হয়েছে। পৌর এলাকার সড়ক, হাসপাতাল চত্ত্বর, অফিস-আদালতসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্থানগুলোতে জীবাণুনাশক ছিটানো অব্যাহত রয়েছে। এছাড়া এডিস মশা ধ্বংসে স্প্রে করা হচ্ছে। পৌর এলাকার দুস্থ, অসহায়, কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। পৌরসভায় কর্মরত পরিচ্ছন্নকর্মীরা অবিরত পরিচ্ছন্নতার কাজ করে যাচ্ছে। তাদের সুরক্ষায় বিদেশি সংস্থার সহযোগিতায় সুরক্ষা সরঞ্জামাদি দেয়া হয়েছে। এতে তারা আরও মনোবল নিয়ে কাজ করতে পারবে।
প্যানেল মেয়র আরশেদ আলী বিশ্বাস, কাউন্সিলর সুভাস সরকার, সানোয়ার হোসেন, সাবিহা হাবিব, নাজমা বেগম ও পরিচ্ছন্ন শাখার ইন্সপেক্টর রাজিব কান্ত গোস্বামী (তাপস) এ সময় উপস্থিত ছিলেন।