চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২ জুলাই) দুপুরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের শেখের তালুক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত অন্তর মিয়া (২৩) নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া এলাকার মৃত ছলিমুল্লাহ’র ছেলে এবং নরসিংদী সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
আরও পড়ুন: বগুড়ায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
নিহতের বড় ভাই রুবেল মিয়া বলেন, ঈদুল আজহার দ্বিতীয় দিন (গত শুক্রবার) অন্তরসহ ৯ বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে যায়। রবিবার সকালে বাড়ি ফেরার উদ্দেশ্যে তারা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সাগরিকা ট্রেনে ওঠে।
পুলিশ মোবাইলে কল দিয়ে জানায় আমার ভাই আর বেঁচে নেই। ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, লাশ গ্রহণের জন্য নরসিংদী থেকে আমরা রওনা দিয়েছি।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম বলেন, মিরসরাইয়ের শেখের তালুক এলাকায় ঢাকামুখী সাগরিকা ট্রেন থেকে পড়ে অন্তর মিয়া নামে যুবকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
লাশ হস্তান্তরের জন্য অন্তর মিয়ার পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: চাঁদপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু