চট্টগ্রামের মীরসরাইয়ে রূপসী ঝরনার কূপে ডুবে দুই পর্যটককের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে কূপ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই পর্যটকের মৃত্যু
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে তারা দুই পর্যটক ঝরনা দেখতে যান। পরে তারা পানিতে ডুবে নিখোঁজ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে মৃত দুই পর্যটকের নাম-পরিচয় জানা যায়নি।
মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঝরনার কূপে ডুবে যাওয়া পর্যটকদের উদ্ধারে অভিযান শুরু করে। দুপুর ১টার দিকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের পরিচয় জানা যায়নি।
এর আগে ২৭ সেপ্টেম্বর উপজেলার খৈয়াছড়া ঝরনা এলাকায় ঝরনার ওপর থেকে পাথর পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়।
আরও পড়ুন: কক্সবাজারে হোটেলের সুইমিংপুলে ডুবে শিশু পর্যটকের মৃত্যু